নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুর কোতয়ালী থানা বিএনপি নেতা শহীদুল ইসলাম সরু ব্রেইন স্ট্রোক করে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে সোমবার বেলা ৩টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।
তিনি বেশ কিছু দিনযাবত জ্বরে ভুগছিলেন।তার বয়স হয়েছিল ৫২ বছর। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে ফরিদপুর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক আফজাল হোসেন খান পলাশ, ফরিদপুর মহানগর বিএনপির সিনিয়র যুগ্ন-আহবায়ক এবি সিদ্দিক মিতুলসহ বিএনপি নেতাকর্মীরা শোক প্রকাশ করেছেন। এক শোক বিবৃতিতে তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা ওশোক সন্তপ্ত পরিবারের পুতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন।
আজ সোমবার বাদ এশা শহীদুল ইসলাম সরুর গ্রামের বাড়ী চরমাধবদিয়া ইউনিয়নের মমিন মাতুব্বরের ডাঙ্গি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।