ইমরান মনিম, রাজবাড়ীঃ “হোকনা বয়স আঠারো কিংবা আশি, এসো প্রানে প্রান মিলিয়ে এক সাথে হাসি”। এ শ্লোগানে জমকালো ও বর্ণাঢ্য আয়োজনে রাজবাড়ীতে সরকারী বালিকা বিদ্যালয়ের ১৯৪১-২০২৩ শিক্ষার্থীদের আয়োজনে প্রথম প্রাক্তন ছাত্রী পূনর্মীলনী অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম ৮২ বছর পর এ পূর্ন মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শুক্রবার সকালে জাতীয় ও আয়োজক কমিটির পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে র্যালী ও কোরআন তেলাওয়াত করা হয়।
শুক্রবার সকাল থেকে দিনব্যাপী রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন ছাত্রী পূনর্মীলনী আয়োজক কমিটির আয়োজনে প্রানের মিলন মেলায় অংশ গ্রহন করে। ১৯৪১ সাল থেকে ২০২৩ পর্যন্ত রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ৮২ বছর পার করে শত শত শিক্ষার্থী এ উৎসবে অংশ নিতে পেরে তার আনন্দে দিশেহারা। দেশের প্রায় অধিকাংশ জেলা থেকে শত কষ্টেও অনুষ্ঠানে যোগদিতে পেরে তারা উৎসাহ প্রকাশ করছেন। ১৯৪১ থেকে ২০২৩ পর্যন্ত এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা প্রথম পূনর্মীলনীর আয়োজন করেছে।
এ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী আঞ্জুমান আারা, সাবিনা, আমেনা সহ অনেকেই বলেন, বহু বছর পর তাদের এই এক সাথে মিলন মেলা পুরাতনকে স্মরন করিয়ে দেয় বলে জানান। এক সাথে সবার সাথে দেখা কথা বলা, ছবি ও সেলফি তোলা ছিল ভিষন আনন্দের। সামনে এমন আয়োজন যেন সবসময় আয়োজক কমিটি করে সে অনুরোধের সাথে তাদের প্রতি অনেক ধন্যবাদ জানান তারা।
২০২৩ প্রাক্তন ছাত্রী পূনর্মীলনী আয়োজন কমিটির সহ সভাপতি নুরতাজ তাজিয়া বলেন, তাদের এ আয়োজন অনেক দিনের প্রানের চাওয়া। এ আয়োজনটি তারা যে রকম সারা পাওয়ার কথা ভাবছিলেন তার চেয়েও বেশি সারা পেয়েছেন। আশা করছেন এমন আয়োজন সামনে আরো করবেন বলে জানান।
রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও সংরক্ষিত আসনের সংসদ সদস্য সালমা চৌধুরী রুমা বলেন, আমরা ১৯৮৬ সালে এ স্কুলে পরেছি। দীর্ঘ সময়ে আমাদের সাথে অনেকের কোন যোগাযোগ ছিল না। আজ এই অনুষ্ঠানের মাধ্যমে একসাথে যারা পড়াশোনা করতাম সবার সাথে দেখা, সাক্ষাত, কথা বলা, ভালো লাগা, ছবি তোলা সবই ছিল আনন্দের।