ইমরান মনিম, রাজবাড়ীঃ পদ্মায় পানি কমতে থাকায় রাজবাড়ীর মিজানপুর ইউনিয়নের তিনটি গ্রামে ভয়াবহ ভাঙ্গন দেখা দিয়েছে। কিন্তু কর্তৃপক্ষ কোন ধরনের পদক্ষেপ না নেওয়ায় হাজার হাজার বিঘা আবাদী ফসলী জমি বিলীন হওয়ায় ও নদী তীর রক্ষায় ও আগামীতে বালু উত্তোলন বন্ধে স্থানীয় তিন শতাধিক ভাঙ্গন কবলিত মানুষ নদী তীরবর্তী এলাকায় মানববন্ধন করেছে।
সোমবার বেলা সাড়ে এগারটার দিকে ভুক্তভোগী স্থানীয় এলাকাবাসির উদ্যোগে মিজানপুর ইউনিয়নের মহাদেবপুর নদী ভাঙ্গন স্থানে এ মানববন্ধন কর্মসূচি পালন করে।
ভাঙ্গন কবলিত ভুক্তভোগীরা বলেন, কয়েক বছর পদ্মার ভাঙ্গনে চাষাবাদের হাজার হাজার বিঘা ফসলী জমি নদীতে বিলীন হচ্ছে। এসব ফসলী জমির ফসলের উপর আমাদের পরিবার নির্ভরশীল। ভাংতে ভাংতে বর্তমানে নদী চলে এসেছে জনবসতির কাছে।
নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে এসব ফসলী জমি আরো বেশি ভাংছে বলেন স্থানীয়রা।
ভাঙ্গন ঠেকাতে লোক দেখানো কিছু বালুর বস্তা ফেলে চলে গেছে পানি উন্নয়ম বোর্ড। আমরা চাই মিজানপুরের মহাদেবপুর, বড়চর ও বেনিনগর এলাকায় ভয়াবহ ভাঙ্গন ঠেকাতে দ্রুত স্থায়ী পদক্ষেপ গ্রহন করতে হবে কতৃপক্ষকে। গত পনেরো দিনে তিনটি গ্রামের এক হাজারেরও বেশি বিঘা ফসলী জমি নদীগর্ভে বিলীন হয়েছে।
দ্রুত কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে আগামী দুই এক দিনের মধ্যে জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড কার্যালয় সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করার ঘোষনা দেন আগতরা।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জাহিদ, যুবলীগ নেতা নজরুল ইসলাম নজু, আব্দুল মান্নান সহ এলাকার অনেকে।