Rajbarimail.com
ঢাকা, সোমবার , ৩০ জুন ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি
  5. আলোচিত খবর

রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২৪ এপ্রিল ২০২৫, ৭:৩৯ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ী সদর থানা পুলিশ বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় জেলা আওয়ামী লীগ নেতা সাইফুল ইসলাম সোহাগকে (৪৫) গ্রেপ্তার করেছে। তিনি রাজবাড়ী জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এবং পৌরসভার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুস সালাম মোল্লার ছেলে। সোমবার দিবাগত মধ্যরাতের দিকে পুলিশ শহরের অঙ্কুর স্কুলের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রাজবাড়ী সদর থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা যায়, কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে ১৮ জুলাই রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের রাজবাড়ী শহরের বড়পুল এলাকায় শিক্ষার্থীরা আন্দোলন করতে থাকে। ওইদিন বিকেলে শিক্ষার্থীদের সাথে আন্দোলনে শরীক হন অভিভাবক, শিক্ষক সহ নানা শ্রেণি পেশার মানুষ। বিকেল পৌনে চারটার দিকে অতির্কতভাবে আন্দোলনকারীদের ওপর হামলা করেন তৎকালীন শেহ হাসিনা সরকারের আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশীয় অস্ত্রসহ নিয়ে হামলা চালায়। এলোপাথারী মারধর, গুলি বর্ষণ এবং একই সাথে তাদের ওপর বোমা নিক্ষেপ করা হয়। হামলায় শিক্ষার্থী নুরুন্নবী, আশিক ইসলাম অভি, রাজিব মোল্লা, মেহেরাব, আলতাফ মাহমুদ, উৎস্য সরকার, মহিলা দলের নেত্রী সোনিয়া আক্তার স্মৃতি, শিক্ষার্থী রিয়াজ রহমানসহ বেশ কয়েকজন আহত হন। আহতদের রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠালেও হামলাকারীরা চিকিৎসা নিতে দেয়নি। পরে পালিয়ে বিভিন্ন স্থান থেকে তারা চিকিৎসা নেন।

এর প্রায় এক মাস পর ৩০আগষ্ট রাজবাড়ী সদর উপজেলার কাউরিয়া গ্রামের মৃত আব্দুর রাজ্জাক মোল্লার ছেলে, রাজবাড়ী সরকারি কলেজের শিক্ষার্থী রাজিব মোল্লা বাদী হয়ে সদর থানায় রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইরাদত আলী, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতু সহ ১৭০ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলায় আরো ৩০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদুর রহমান বলেন, শিক্ষার্থী রাজিব মোল্লার দায়েরকৃত মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে জেলা আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সোহাগকে সোমবার দিবাগত রাত এগারটার দিকে শহরের অঙ্কুর স্কুলের সামনে থেকে গ্রেপ্তার করা হয়। তাঁকে আজ মঙ্গলবার দুপুরের দিকে আদালতের মাধ্যমে রাজবাড়ী জেলা কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাংশা উপজেলা বিএনপি সভাপতিকে অব্যাহতি

জুয়ার টাকার ভাগাভাগি নিয়ে কুপিয়ে হত্যা করা হয় নজরুলকে

পাংশায় অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে গুড় তৈরির অভিযোগে কারখানা মালিককে লাখ টাকা জরিমানা

রাজবাড়ীতে ভোক্তা অধিকার সংরক্ষণ কর্মকর্তাকে মারধরের অভিযোগ, বিএনপির ৬ নেতাকর্মী গ্রেপ্তার

দৌলতদিয়ায় যৌনকর্মীকে হত্যার পর ওয়ার্ডরোবে রেখে পালালো খুনি

গোয়ালন্দে রিক্সাচালক ও শ্রমিকদের মাঝে রেইনকোট বিতরণ

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দোলনে হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে ৬ দফা দাবি স্বাস্থ্য সহকারীদের অবস্থান কর্মসূচি

গোয়ালন্দে পৌর কর পরিষদ না করায় ক্রোকী পরোয়ানা নোটিশ পেলেন বাড়িওয়ালা

পাংশায় পাইপগানসহ ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার

রাজবাড়ীতে শিক্ষার্থীদের ওপর হামলার মামলায় আ.লীগ নেতা গ্রেপ্তার

রাজবাড়ীতে পদ্মা নদীর তিন ইলিশ বিক্রি হলো ২৪ হাজারে