Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৬ অক্টোবর ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

বালিয়াকান্দিতে অনলাইন প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুর ভাঙ্গা থেকে গ্রেপ্তার

রাজবাড়ী মেইল ডেস্ক
২২ এপ্রিল ২০২৫, ৮:৩৬ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি, রাজবাড়ীঃ রাজবাড়ীর বালিয়াকান্দি থানায় অনলাইন প্রতারণার মাধ্যমে সোনালী ব্যাংকের এক গ্রাহকের ৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে একটি কুখ্যাত প্রতারক চক্রের চার সদস্যকে ফরিদপুরের ভাঙ্গা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে ফরিদপুরের ভাঙ্গা থানার দোলকুন্ডি এলাকার নিজ বাড়ি থেকে তাঁদেরকে গ্রেপ্তার করে।

রোববার (২০ এপ্রিল) বেলা ২.৪৫ মিনিটে রাজবাড়ী জেলা পুলিশের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়। তার আগে ভুক্তভোগী প্রতিভা রানী দাস গত শুক্রবার (১৮ এপ্রিল) বালিয়াকান্দি থানায় একটি প্রতারণা মামলা (নং-১৫) দায়ের করেন।

মামলার অভিযোগে তিনি বলেন, ১৬ এপ্রিল দুপুরে তার মোবাইলে একাধিকবার কল দিয়ে প্রতারকরা নিজেদের সোনালী ব্যাংকের হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে তার জাতীয় পরিচয়পত্র, ছবি ও ওটিপি নম্বর সংগ্রহ করে। এরপর তার ব্যাংক অ্যাকাউন্ট থেকে দুপুর ১টা থেকে বিকেল ৪.২৩ মিনিটের মধ্যে কৌশলে সাত কিস্তিতে মোট ৮ লাখ টাকা তুলে নেয় চক্রটি।

মামলা দায়েরের পর রাজবাড়ীর পুলিশ সুপার মোছা. শামিমা পারভীনের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. শরীফ আল রাজীব ও পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার দেবব্রত সরকারের নেতৃত্বে বালিয়াকান্দি থানার ওসি জামাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে অভিযান চালানো হয়। তথ্যপ্রযুক্তির সহায়তায় শনিবার (১৯ এপ্রিল) ফরিদপুরেরর ভাঙ্গা থানার বিভিন্ন এলাকা থেকে চক্রের সদস্য মো. পান্নু বেপারী (২৯), মো. রাজু মাতুব্বর (৩২), মো. সাজু মাতুব্বর (২৮) ও মোঃ মাসুদ তালুকদারকে (৩৫) গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ৪টি স্মার্ট মোবাইলফোন, ২টি বাটন ফোন এবং ১৬টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য এবং দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে সাধারণ মানুষকে এভাবে ঠকিয়ে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. শরীফ আল রাজীব বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের আজ রোববার দুপুরে আদালতে সোপর্দ করা হয়েছে। আত্মসাৎকৃত টাকা উদ্ধারে পুলিশের অভিযান এখনো অব্যাহত রয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

গোয়ালন্দে জাতীয় কন্যা শিশু দিবস উদযাপন

রাজবাড়ীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় আটক ১৬ জেলের কারাদণ্ড

রাজবাড়ীতে যুবককে হত্যা মামলায় স্ত্রী ও প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড

গোয়ালন্দে জেলেদের মধ্যে ভিজিএফ’র চাল বিতরণ

রাজবাড়ীতে নুরাল পাগলের দরবারে হামলা ও লুটপাটের ঘটনায় যুবক কারাগারে

গোয়ালন্দ পৌরসভার বহুতল ভবন নির্মাণে পাইলিং স্থাপনে জটিলতায় দেড় মাস কাজ বন্ধ

গোয়ালন্দে আগুনে পোড়া ১০ পরিবারের মাঝে উপজেলা প্রশাসনের চেক বিতরণ 

রাজবাড়ীতে মা ইলিশ রক্ষায় অভিযানে ৫০ হাজার মিটার জাল পুড়িয়ে ধ্বংস, নৌকা নিলামে বিক্রি

রাজবাড়ীতে গুণী শিক্ষকদের সম্মাননা স্মারক প্রদান

গোয়ালন্দে স্বাস্থ্য সহকারীদের অনির্দিষ্টকালের কর্ম বিরতি

রাজবাড়ীতে বিশ্ব বিশক্ষক দিবসে ৫ দফা দাবিতে মতবিনিময় সভা

বালিয়াকান্দি সরকারি কলেজ: নবীন-প্রবীণের মিলন মেলায় সরব হয়েছে ক্যাম্পাস