সাজ্জাদ হোসেন, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের নিভৃত পল্লি কাটাখালী কাশিমা গ্রামে অবস্থিত গোয়ালন্দ মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে বই উপহার দিয়েছেন গোয়ালন্দ উপজেলা প্রশাসন। বুধবার বিকেলে উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন নিজে এসব উপহার হিসেবে প্রতিষ্ঠানে তুলে দেন।
বুধবার (৩০আগস্ট) বিকালে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘরে নিজে উপস্থিত থেকে মুক্তিযুদ্ধ ভিত্তিক ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে লেখা বই উপহার হিসেবে প্রদান করেন। মুক্তিযুদ্ধ সংরক্ষণ স্মৃতি পাঠাগার এর প্রতিষ্ঠাতা স্থানীয় ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস এসব বই গ্রহণ করেন।
বই বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ যাদুঘরের প্রতিষ্ঠাতা ও ছোটভাকলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস, গোয়ালন্দ মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ মোল্লা, বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা এসএম আব্দুর রব, বীর মুক্তিযোদ্ধা ওমর আলী, বীর মুক্তিযোদ্ধা এমএ সিদ্দিকুর রহমান হীরা, বরাট ভাকলা হাই স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ তাপস দত্ত প্রমুখ।
বইগুলো পেয়ে মুক্তিযুদ্ধ স্মৃতি সংরক্ষণ জাদুঘর এর প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা গিয়াস কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ ধরনের একটি প্রতিষ্ঠানে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এতগুলো বই এবারই প্রথম। এর আগেও বিভিন্ন প্রতিষ্ঠান উপহার হিসেবে বই পাঠিয়েছেন। তবে এবারের বইগুলোর ভিতর অনেক তারতম্য ছিল। এ জন্য উপজেলা প্রশাসনকে অসংখ্য ধন্যবান ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।