নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের পূর্বপাড়া (যৌনপল্লি) ও আশপাশ এলাকার সুবিধা বঞ্চিত শিশুদের মাঝে পোশাক ও ব্যবহার সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার সকালে দৌলতদিয়া যৌনপল্লি সংলগ্ন মুক্তি মহিলা সমিতির কার্যালয়ের এ অনুষ্ঠানের আয়োজন করে মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
ইউরোপীয় ইউনিয়ন ও ইউনিসেফ বাংলাদেশ এর সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
সোমবার (২৮ আগষ্ট) সকালে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সমাজসেবা কর্মকর্তা মো. রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম, গোয়ালন্দ প্রেসক্লাব সভাপতি রাশেদ রায়হান, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রকল্প পরিচালক আতাউর রহমান মুঞ্জু প্রমূখ।
আলোচনা সভা শেষে অনুষ্ঠানে নীলকণ্ঠ, নীলাম্বর ও কৃষ্ণচুড়া নামক তিনটি হাবের ১০৫ জন শিশুকে পোশাক সামগ্রী ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।
এ ছাড়া রোববার দুপুরে মুক্তি মহিলা সমিতির সভা কক্ষে সেভ দ্য চিলড্রেন এর সহযোগিতায় সংস্থাটির অধিন ইসিসিডি ও আরলী স্টিমুলেশন এর শিশুদের মাঝে খেলনা সামগ্রী বিতরণ করা হয়। সুবিধা বঞ্চিত এসব শিশুদের মাঝে বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী তুলে দেন ইউএনও মো. জাকির হোসেন।
এ সময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা আক্তার, মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগম, প্রকল্প পরিচালক আতাউর রহমান মুঞ্জু প্রমূখ উপস্থিত ছিলেন।