ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজাড়ীতে “দেশ বাঁচাও, মানুষ বাঁচাও” এই স্লোগানে গনতন্ত্র পূনরুদ্ধার ও সৈরাচারী সরকার পতনের এক দফা দাবী আদায়ের লক্ষে রাজবাড়ীতে গেয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের বাসভবনে চলমান এ সভার সভাপতিত্ব করেন গোয়ালন্দ উপজেলা কৃষক দলের সভাপতি মো. রোস্তম মোল্লা।বক্তৃতা করেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম।
এসময় তিনি বলেন, বর্তমান অবৈধ সৈরাচারী সরকার দেশে হত্যা ও গুমের রাজনীতি করে আমাদের নেতা কর্মিদের জেলে দিয়েছে। বিএনপির সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালপদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ নেতাদের মামলা, হামলা সহ সব ধরনের নির্যাতন করা হয়েছে। আজ পনেরো বছর ধরে এই ফ্যাসিস্ট সরকার দ্রব্যমূল্যের উর্দ্ধগতি, সরকারের পতন সহ বিভিন্ন আলোচনা করেন।সভায় গোয়ালন্দ উপজেলা ও পৌরসভার নেতারা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
কেন ধরনের সভা সমিতি তারা করতে দেয়নি। ভোট চুরির মাধ্যমে ক্ষমতা দখল করেছে।আমরা চাই তত্বাবধায়ক সরকার ব্যাবস্থার মধ্যদিয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অংশ করতে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহব্বায়ক ও সদস্য নঈম বনসারী, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব মঞ্জুরু আলম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক আফসার আলী সরদার, যুগ্ন আহব্বায়ক গাজী আহসান হাবিব, জেলা বিএনপির সদস্য রকিবুল ইসলাম ফারুক, সদস্য এ মজিদ বিশ্বাস, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতানুল ইসলাম মুন্নু, সাবেক সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবলু, উপজেলা যুবদলের আহব্বায়ক মো. ফারুক দেওয়ান, পৌর যুবদলের আহবায়ক দেলোয়ার হোসেন মন্ডল, ছাত্র দলের সভাপতি রেজাউল হাসান মিঠু প্রমূখ।
সভায় রাজবাড়ী -১ আসনের গোয়ালন্দ উপজেলা ও গোয়ালন্দ পৌরসভার নেতা কর্মিরা উপস্থিত ছিলেন।