Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. লাইফস্টাইল

গোয়ালন্দে সড়ক দুর্ঘটনাঃ পরীক্ষা শেষে বাড়ি ফিরে বাবার মুখ দেখা হলো না

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ আগস্ট ২০২৩, ১০:১৬ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ  রাজবাড়ীর অঙ্কুর স্কুল ও কলেজ থেকে এবছর মানবিক বিভাগ থেকে এইচএসসি পরিক্ষা দিচ্ছে রাতুল শেখ। রোববার আইসিটি পরিক্ষা দিয়ে বাড়ি ফিরেই জানতে পারেন বাবা কুদরত শেখ (৪৬) দুর্ঘটনায় মারা গেছেন। খবর পেয়ে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে রাতুল দেখতে পায় হাসপাতালের বারান্দায় একটি ট্রেতে বাবার নিথর দেহ পড়ে আছে।

আজগর শেখ গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ২নং ওয়ার্ড মুন্সিপাড়ার মৃত মিজাই শেখ এর ছেলে। হলুদ, ধনিয়া, গুড়া মরিচের মতো মসলা জাতীয় ব্যবসা করেন। রোববার দুপুরের দিকে রাজবাড়ী সদর উপজেলার কুটি পাচুরিয়ার বাজারে যাবার পথে পথিমধ্যে মাল বোঝাই ভ্যান উল্টে খাদে পড়ে গেলে পানিতে চাপা পড়ে তিনি মারা যান।

প্রত্যক্ষদর্শী স্থানীয় নজরুল ইসলাম বলেন, রোববার দুপুর ১২টার দিকে ছোটভাকলা ইউপির চর মাইটকোড়া এলাকায় রাস্তার পাশে ভাঙ্গা স্থানে চাকা আটকে পণ্যবাহী ভ্যান উল্টে রাস্তা থেকে প্রায় ২০ ফুট নিচে খাদের পানিতে পড়ে যায়। কয়েকবার উল্টে ভ্যানটি শরীরের ওপর পড়লে কুদরত শেখ এর মাথা পানিতে তলিয়ে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন।

দুপুর দেড়টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দেখা যায়, হাসপাতালের প্রবেশ পথে কুদরত শেখ এর স্ত্রী রুমি বেগম আহাজারি করছেন। স্বজনরা তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করছেন। হাসপাতালের বারান্দায় ট্রের ওপর কুদরত শেখ এর মৃত দেহ পড়ে আছে। আত্মীয় স্বজনদের কান্নায় পরিবেশ ভারি হয়ে উঠেছে।

স্ত্রী রুমি বেগম বলেন, তাঁর স্বামী কুদরত শেখ হলুদ, ধনিয়া, মরিচের গুড়া, লবন, মসল্লা জাতিয় ব্যবসা করেন। গোয়ালন্দ ও রাজবাড়ীর বিভিন্ন হাটে বসে খুচরা বেচাকেনা করেন। আজ রাজবাড়ীর পাচুরিয়ার হাট থাকায় সকালে গোয়ালন্দের পৌর জামতলা বাজার থেকে জিনিসপত্র কিনেন। তার সাথে থেকে তিনি এসব জিনিস প্যাকেট করে গোছগাছ করে দেন। বেলা সাড়ে ১১টার দিকে ভ্যান বোঝাই করে পাচুরিয়ার উদ্দেশ্যে রওয়ানা করেন। দুপুর ১টার দিকে ফোনে খবর পেয়ে হাসপাতালে দেখি তিনি বেঁচে নেই।

কিছুক্ষণ পরে দৌড়ে হাসপাতালে আসেন কুদরত শেখ এর একমাত্র ছেলে রাতুল শেখ। বাবার নিথর দেহ পড়ে থাকতে দেখেই মাটিতে লুটিয়ে পড়ে। সকলে তাকে শান্তনা দেওয়ার চেষ্টা করে। এসময় রাতুল আহাজারি করতে থাকে আর বলতে থাকে, ‘আমি পরিক্ষা দিয়ে তোমার মুখ কেন দেখতে পেলাম না। আল্লাহ আমার বাবাকে আমি এখন কই পাবো। তোমরা আমার বাবাকে এনে দাও। আমার এখন কি হবে”?

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত গোয়ালন্দ ঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) উত্তম কুমার ঘোষ বলেন, আমরা এ বিষয়ে উর্দ্বোতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের প্রস্তুতি নিচ্ছি।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা