নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই ও গাছ লাগাই, গাছ বাছাই” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো রাজবাড়ীর গোয়ালন্দ বন্ধুসভার আয়োজনে বৃক্ষ রোপন কর্মসূচির সূচনা হয়।
সোমবার উপজেলার দক্ষিণ উজানচর মঙ্গলপুর শামসুল উলম হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিমখানা এবং মঙ্গলপুর মহিলা দাখিল মাদরাসায় বৃক্ষ রোপনের মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। এছাড়া ওই মাদরাসার উন্নয়নে বন্ধুসভার পক্ষ থেকে নগদ ১০ হাজার টাকা অর্থ প্রদান করা হয়।
সোমবার দুপুরে বৃক্ষ রোপনকালে উপস্থিত ছিলেন মঙ্গলপুর মহিলা দাখিল মাদরাসার সুপার হাফেজ মাওলানা মো. ইসমাঈল হোসেন, দক্ষিণ উজানচর শামসুল উলম হাফেজিয়া ফোরকানিয়া মাদরাসা ও এতিম খানার প্রধান শিক্ষক হাফেজ মাওলানা মো. নূরুল আমীন, প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উপদেষ্টা ও প্রতিনিধি এম রাশেদুল হক, উজানচর জামতলা বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আইয়ুব হোসেন রিপন, বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান, সাবেক সভাপতি শেখর আহম্মেদ বাবু, সহসভাপতি মো. শামসুল হক, সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক মইনুল হক মৃধা, সাংগঠনিক সম্পাদক রাজা ব্যাপারী, জেন্ডার সমতা বিষয়ক সম্পাদক ফিরোজ আহমেদ, দুর্যোগ ও ত্রাণ বিষয়ক সম্পাদক হুমায়ুন আহমেদ, সদস্য রেজাউল মুন্সি, ইঞ্জিনিয়ার রাকিবুল হক ওভি, জহরুল ইসলাম হালিম, অনিক মিয়া প্রমূখ।
বন্ধুসভার সভাপতি মুহাম্মদ লুৎফর রহমান ও সাধারণ সম্পাদক মো. শফিক মন্ডল জানান, “প্লাস্টিক মুক্ত পরিবেশ চাই ও গাছ লাগাই, গাছ বাছাই” এই শ্লোগানকে সামনে রেখে প্রথম আলো গোয়ালন্দ বন্ধুসভার উদ্যোগে এবারও বৃক্ষ রোপন কর্মসূচি শুরু করেছে। সিঙ্গাপুর প্রবাসী বন্ধু ইয়াকুব হোসেন অপু ও বন্ধুসভার অন্যান্য সদস্যদের সহযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এ বছর বিভিন্ন প্রকার প্রায় ৪০০ ফলদ গাছের চারা রোপন কার্যক্রম শুরু করেছে।