ইমরান মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে রাজস্ব ক্ষাতের আওতায় ২০২৩-২৪ অর্থ বছরে অভ্যন্তরীন জলাভূমি বর্ষা প্লাবিত ধানক্ষেত, প্লাবন ভূমি প্রাতিষ্ঠানিক জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করা হয়। বৃহস্পতিবার দুপুরে রাজবাড়ী সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে বসন্তপুরের মাশালিয়ায় এ পোনা মাছ অবক্ত করা হয়।
রাজবাড়ী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শারমীন ইয়াছমীন’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পোনা মাছ অবমুক্ত করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এসময় অন্যান্যের মধ্যে ঢাকা বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক ড. এস এম রেজাউল করিম, রাজবাড়ী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ্যাডভোকেট ইমদাদুল হক বিশ্বাস, সদর উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মোস্তফা আল রাজীব, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রকিবুল হাসান পিয়াল, বসন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির সরদার, বসপ্তপুর ইউনিয়ম আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. আব্দুল মান্নান গাজী, রাজবাড়ী সদর থানার সেকেন্ড অফিসার আলেয়া বেগম প্রমূখ।
সভায় জলাশয়, বিল, ঝিল, জলাভুমিতে চায়না জাল দিয়ে ছাট মাছ সহ বিভিন্ন ধরনের জলজপ্রানী নিধন থেকে বিরত থাকতে জেলেদের পরামর্শ দেন কর্মকর্তারা। পরে রাজবাড়ীতে মাশালিয়া বিলে ১৯০ কেজি সহ পাঁচটি স্থানে ৪০০ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়।