Rajbarimail.com
ঢাকা, বুধবার , ১৬ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি

পদ্মা নদীর ২০ কেজি ওজনের এক কাতল ২৯ হাজারে বিক্রি

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ আগস্ট ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় আজ সোমবার দুপুরে পদ্মা নদীর একটি কাতল মাছ প্রায় ২৯ হাজার টাকায় বিক্রি হয়েছে। প্রায় সাড়ে ২০ কেজি ওজনের কাতল মাছটি পদ্মা নদীতে আজ সকালে জেলেদের জালে ধরা পরে।

আজ সোমবার সকাল ১০টার দিকে স্থানীয় এক মাছ ব্যবসায়ী মাছটি ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে মোট ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেন। পরে কেজি প্রতি ৫০ টাকা করে লাভে ঢাকার এক ব্যক্তির কাছে ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন।

স্থানীয় কয়েকজন জেলে জানান, আজ সোমবার ভোরারতের দিকে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে মানিকগঞ্জ শিবালয় উপজেলার জেলে গোবিন্দ হালদার ও তার দল নদীতে জাল ফেলেন। সকাল ১০ টার দিকে ফেরি ঘাট থেকে প্রায় ৪ কিলোমিটার ভাটিতে জাল গুটিয়ে নৌকায় তুলতে দেখতে পান বড় একটি কাতল মাছ। তাৎক্ষনিকভাবে তারা বিক্রি করতে নিয়ে আসেন দৌলতদিয়া ৬নম্বর ফেরি ঘাটে অবস্থিত দুলাল মন্ডল ওরফে দুলাল চালাকের আড়ত ঘরে। এ সময় উন্মুক্ত নিলাম তোলা হলে ৫নম্বর ফেরি ঘাট এলাকার মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা সর্বোচ্চ দরদাতা হিসেবে কাতল মাছটি কিনে নেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরি ঘাট এলাকার চাঁদনী-আরিফা মৎস্য আড়তের সত্বাধিকারী মো. চান্দু মোল্লা জানান, সকাল ১০টার দিকে খবর পেয়ে দুলাল মন্ডলের আড়তে ছুটে যাই। এ সময় দুলাল মন্ডলের আড়ত ঘরে বড় একটি কাতল মাছ দেখতে পাই। মাছটির ওজন দিয়ে দেখা যায় প্রায় ২০ কেজি ৫০০ গ্রাম হয়েছে। পরে নিলামে তোলা হলে সর্বোচ্চ দরদাতা হিসেবে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ২৭ হাজার ৬৭৫ টাকায় কিনে নেই। এরপর মাছটি ফেরি ঘাটের পন্টুনের সঙ্গে রশি দিয়ে পদ্মা নদীতে বেধে রেখে বিক্রির জন্য বিভিন্ন পরিচিত জনদের সঙ্গে যোগাযোগ করতে থাকেন।

মৎস্য ব্যাবসায়ী চান্দু মোল্লা আরো বলেন, কাতল মাছটি কিনে দেশের বিভিন্ন জায়গায় মুঠোফোনে যোগাযোগ করা হয়। পরে দুপুরের পর তার এক পূর্ব পরিচিত ঢাকার এক ধণাঢ্য ব্যাবসায়ীর কাছে কেজি প্রতি ৫০ টাকা লাভে মোট ২৮ হাজার ৭০০ টাকায় বিক্রি করেন। পরে তার কথা মতো মাছটি বিকেলই ঢাকাগামী একটি পরিবহণ যোগে পাঠিয়ে দিয়েছি।আশা করি ওই ব্যক্তি মাছটির উপযুক্ত দাম দেওয়াসহ যাতায়াতের খরচও প্রদান করবেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ

পাংশায় ছয় বাড়িতে দুর্বৃত্তদের হামলা, ভাঙচুর, কলা বাগান ধ্বংস

ইজরায়েলি হামলার প্রতিবাদে গোয়ালন্দে ঢাকা-খুলনা মহাসড়কে মানববন্ধন ও মশাল মিছিল

পাংশায় ওসি ও এসআইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন

রাজবাড়ীতে সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে কারাগারে প্রেরণ

গৃহবধূকে ধর্ষণচেষ্টা ও চাঁদাবাজির অভিযোগে পাংশা থানার ওসি, এসআইসহ ৩ জনের বিরুদ্ধে মামলা