নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “আশ্রয়ণের অধিকার, শেখ হাসিনার উপহার” এই শ্লোগানকে ধারণ করে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের হাজী গফুর মন্ডল পাড়ার আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে বিভিন্ন প্রকার ফলজ গাছের চারা রোপন করা হয়েছে। সাহাজউদ্দিন মন্ডল ইনষ্টিটিউট সংলগ্ন আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাছে ১৬০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা রোপন করা হয়।
‘সবুজের মাঝে থাকবে আশ্রয়ণের উপকারভোগী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (১২ আগষ্ট) দুপুরে গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে আশ্রয়ণ প্রকল্পের প্রতিটি ঘরের সামনে এসব ফলজ গাছের চারা রোপনের আয়োজন করা হয়। গাছের চারা রোপন কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এসময় আশ্রয়ণ প্রকল্পের বাসন্দিারা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এতে আম, নারিকেল এবং পেয়ারা প্রজাতির ফলজ গাছ রোপন দেখে আশ্রয়ণ প্রকল্পের শিশুরা অতি খুশি হয়।
এ সময় আয়োজকদের পক্ষ থেকে ইউএনও মো. জাকির হোসেন বলেন, উপজেলা প্রশাসনের নিরলস প্রচেষ্টায় আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত সবাই যাতে বসবাসের পাশাপাশি দেশীয় প্রজাতির টাটকা ফল, শাক-সবজি খেতে পারেন তার ব্যবস্থা করা হয়েছে। এ জন্য তাদেরকে রোপনকৃত গাছের চারাগুলির প্রতি বাড়তি যতœ নিতে বিশেষ অনুরোধ জানানো হয়।