নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ ‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোটভাকলায় জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৩ (২৪-৩০জুলাই) উপলক্ষে সুফলভোগীদের নিয়ে মাছ চাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে ছোট ভাকলা ইউনিয়নের অম্বলপুর এলাকায় এ প্রশিক্ষণ প্রদান করা হয়।
প্রশিক্ষণে রাজবাড়ী সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা ও গোয়ালন্দ উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত মৎস্য কর্মকর্তা মোস্তফা আল রাজিব, উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী কৃষ্ণ চন্দ্র দাস, জাহাঙ্গীর আলম, ছোটভাকলা ইউনিয়নের মৎস্য চাষী ও পুরস্কার প্রাপ্ত আসাদুজ্জামান চুন্নুসহ অন্যান্য মৎস্যচাষী, মৎস্যজীবী প্রমুখ।