ইমরান হেসেন মনিম, রাজবাড়ীঃ রাজবাড়ীতে প্রতিদিনই ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখা বাড়ছে। গত ২৪ ঘন্টায় রাজবাড়ী সদর হাসপাতালে ৯, পাংশা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ১২ জন, বালিয়াকান্দিতে ৬ জন এবং কালুখালী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ২ জন সহ মোট ২৯ জন ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তি হয়ে চেয়ে কিৎসা সেবা গ্রহন করেছে।
শনিবার দুপুরে রাজবাড়ী সদর হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র গুলোতে গীয়ে দেখা যায় গত কয়েক দিনের চাইতে বর্তমানে ডেঙ্গু আক্রান্ত রোগী ভর্তির সংখ্যা বেশি রয়েছে।তাদের চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।শনিবার দুপুর পর্যন্ত জেলা সদর হাসপাতাল থেকে সুস্থ্য হয়ে ১১ জন বাড়ি ফিরেছে। আশঙ্কাজনক হওয়ায় শনিবার সকালে ১ জন ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বেশির ভাগ রেগীরা রাজবাড়ী শহর থেকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানান রোগীর স্বজনরা।
হাসপাতালে আসা রোগীর স্বজন সুফিয়া বেগম বলেন, হাসপাতালের বাথরুম ও কক্ষগুলো নোংরা ও দুর্গন্ধ যুক্ত হওয়ায় বাজে অবস্থা বিরাজ করছে। ভালো মানুষও রোগী হয়ে যায় হাসপাতালে আসলে।তারপর আবার স্যালাইন সহ অন্যান্য ঔষধ গুলো বাইরে থেকে কিনে আনতে হচ্ছে।ডেঙ্গু আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি রয়েছেন সূর্যনগর এলাকার রুবেল, তিনি আক্রান্ত হয়ে এখানে আজ কয়েকদিন চিকিৎসা নিচ্ছেন। রোগীর চাপে তিনি প্রথমে ভর্তি হতে পারেননি। চারদিন পর অবস্থার অবনতি হলে তিনি ভর্তি হন।এখন ভালো আছেন বলেন তিনি।
ডেঙ্গু চিকিৎসায় সদর হাসপাতালে চিকিৎসা নিতে আসা রেগীট স্বজন মো. মজনু বলেন, তাদের হাসপাতাল থেকে কোন স্যালাইন ও ঔষধ দেওয়া হয়নি। বাইরে থেকে কিনতে হয়েছে ডেঙ্গুর সব ঔষধ।
বর্তমানে জেলা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ২ জন ও পুরুষ ওয়ার্ডে ৭ জন মিলে মোট ৯ জন ভর্তি রয়েছে।উপজেলা হাসপাতাল গুলো মিলে মোট ২৯ জন ভর্তি রয়েছে।
জেলায় এ পর্যন্ত ৩৭২ জন ডেঙ্গু আক্রান্ত হলেও চিকিৎসা সেবা নিয়ে ভালো হয়ে বাড়ি ফিরেছেন ৩৪৪ জন। বর্তমানে চিকিৎসা সেবা নিচ্ছেন ২৯ জন রোগী।
রাজবাড়ী সিভিল সার্জন ডা. মো. ইব্রাহিম টিটন বলেন, গত এক মাস যাবৎ রাজবাড়ীতে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। আমরা যাথাযথ চেষ্টা চালিয়ে যাচ্ছি রোগীদের চিকিৎসা সেবা দিতে। রোগীদের প্রয়োজনীয় ঔষধ দেওয়া হচ্ছনা এ প্রসঙ্গে তিনি বলেন, হাসপাতাল থেকে স্যালাইন সহ ডেঙ্গু রোগীদের সকল ঔষধ সরবরাহ করার কথা।