মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি শুভেচ্ছা জানিয়ে আনন্দ মিছিল করেছে। বুধবার বিকেল ৩ টায় গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের যৌথ আয়োজনে গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়া এলাকায় এ শুভেচ্ছা ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
রাজবাড়ী জেলা ছাত্রদলের আহবায়ক ও সদস্য সচিব স্বাক্ষরিত প্যাডে গত ১৮ জুন গোয়ালন্দ উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদলের নবগঠিত কমিটি অনুমোদন দেন।
শুভেচ্ছা ও আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি রেজাউল হাসান মিঠু, সাধারণ সম্পাদক শেখর আহমেদ সবুজ, সাংগঠনিক সম্পাদক শিপন আহমেদ, পৌর ছাত্রদলের নবগঠিত কমিটির সভাপতি আজিম ইসলাম, সাধারণ সম্পাদক মুক্তার মাহমুদ, সাংগঠনিক সম্পাদক স্বাধীন মাহমুদ স্বন্ধি, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রদলের সভাপতি রকি শেখসহ উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ মিছিলে অংশ নেন।
উপজেলা বিএনপির ছাত্রদলের নবগঠিত কমিটি দেওয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমান, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি কাজী রওনকুল ইসলাম শ্রাবন ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দেন নেতাকর্মীরা।