শামীম শেখ, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীর দৌলতদিয়া ক্যানেল ঘাটে আসা বর্ষার নতুন পানিতে গোসল করতে নেমে রবিন শেখ (১২) নামের পঞ্চম শ্রেনীর স্হানীয় এক স্কুল ছাত্র নিখোঁজ হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে শিশুটি গোসলে নেমে নিখোঁজ হয়। রবিন স্হানীয় বড় সিংড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর ছাত্র।
তার বাবা দৌলতদিয়া সিদ্দিক কাজীর পাড়ার মরহুম রফিক শেখ। বাবার মৃত্যুর পর দীর্ঘদিন ধরে সে দৌলতদিয়া ক্যানেল ঘাট সংলগ্ন কিয়ামদ্দিন মোল্লা পাড়ায় নানা অহেদ আলীর বাড়িতে মা ময়না বেগমের সাথে বসবাস করে আসছিল।
স্থানীয় বাসিন্দা স্কুল শিক্ষক জুয়েল গায়েন জানান, পদ্মা নদীতে পানি বেড়ে দুই দিন ধরে ক্যানেলে স্রোতের সাথে পানি ঢুকছে। মঙ্গলবার সকালের দিকে গ্রামের কয়েকজন শিশুর সাথে মনের আনন্দে গোসল করতে নামে রবিন। সে সাঁতার জানত। কিন্তু সে যেখানে গোসল করতে নামে তার পাশেই ড্রেজার দিয়ে বালি তুলে গভীর গর্ত করেছে মাটি খেকোরা। ধারনা করা হচ্ছে ড্রেজিংকৃত স্থানের গভীর জলে সে তলিয়ে গেছে। গত বছরও এখানে এভাবে একটি শিশু ডুবে মারা যায়।
এদিকে রুবিনের ডুবে যাওয়া দেখে অন্য শিশুদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধারের চেষ্টা করে। কিন্তু না পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস ষ্টেশনকে খবর দেয়। খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ও গোয়ালন্দ ঘাট থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে।
গোয়ালন্দ উপজেলা ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ষ্টেশন এর দায়িত্বপ্রাপ্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রহমান বলেন, দুপুর ১২টা থেকে আমরা অভিযান শুরু করেছি। পরবর্তীতে মানিকগঞ্জ থেকে ডুবুরি দল এনে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শিশুটির সন্ধানে অভিযান চলছে। এখন পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। তবে উদ্ধার অভিযান অব্যাহত রাখা হয়েছে।