Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

কালুখালীতে কোন কেয়ায় টেকারের কথায় রাজনীতি হবে না

রাজবাড়ী মেইল ডেস্ক
১৪ জুন ২০২৩, ৯:৩৩ পূর্বাহ্ণ

Link Copied!

মাসুদ রেজা শিশির, পাংশাঃ আগামী জাতীয় সংসদ নির্বাচনে রাজবাড়ীর কালুখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সকলে ঐক্য বন্ধ থেকে রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি’র নির্দেশনায় ও আশিক মাহমুদ মিতুল হাকিমের সার্বিক তত্বাবধায়নে আমরা মাঠে আছি, থাকব।

কালুখালী উপজেলার সু-সংগঠিত সংগঠনের মধ্যে যারা ভাঙ্গন ধরানোর চেষ্ঠা করছেন তাদের হুশিয়ারী দিয়ে বলি কালুখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতা কর্মীদের শেষ আশ্রায়স্থল জিল্লুল হাকিম ও মিতুল হাকিম। মিথ্যা কথা বলে কান ভারি করে যারা নেতার পাশে ছিল, তাদের সরিয়ে দেওয়ার অপচেষ্টা করে কোন লাভ হবে না।

আমরা কোন কেয়ার টেকারের কথায় রাজনীতি করি না। আমাদের নেতা জিল্লুল হাকিম ও মিতুল হাকিম। বক্তরা কালুখালী উপজেলার এক চেয়ারম্যানকে উদ্দেশ্য করে বলেন, আমরা কোন বহিস্কৃত নেতার কথায় রাজনীতি করতে আসিনি। আপনি বেশি বাড়াবাড়ি করলে আপনার ইউনিয়ন থেকেই বের হতে পারবেন না। আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিএনপি-জামায়াত মাথা চারা দেওয়ার চেষ্টা করছে।

চাঁদপুর বাসষ্ট্যান্ডে এই বঙ্গবন্ধু চত্বরে আজকের সমাবেশ প্রমান করে কালুখালী উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ সুসংগঠিত। এখানে সংগঠনের বাইরে ব্যক্তিদের ডাকে কেউ আর সারা দিবেনা। আজকের এই সমাবেশে আপনাদের বলেছিলাম আপনারা আসেননি, আমরাও আর আপনাদের কথায় ডাকে সারা দিবনা।

করোনাকালিন সময়ে জিল্লুল হাকিম এমপি’র নির্দেশে আশিক মাহমুদ মিতুল যেভাবে মানুষের দ্বারে দ্বারে খাবার ও চিকিৎসা সরমঞ্জাম-ওষুধ পৌছে দিয়েছেন তা অনন্য দৃষ্টান্ত। ফেসবুকে রাজনীতি করে রাজবাড়ী-২ আসনে মনোয়ন পাওয়া যাবেনা। মানুষের মনের কোঠায় জিল্লুল হাকিম রয়েছে, জিল্লুল হাকিম হাজার হাজার মানুষের হৃদয়ে। রাজবাড়ী-২ আসনে জননেতা জিল্লুল হাকিম এমপি’র বিকল্প নেই। কালুখালী উপজেলা আওয়ামী যুবলীগের আয়োজনে সোমবার পড়ন্ত বিকালে চাঁদপুর বাসষ্ট্যান্ড এলাকায় বঙ্গবন্ধু চত্বরে শান্তি সমাবেশে বক্তরা এসব কথা বলেন।

শান্তি সমাবেশে আওয়ামী যুবলীগের আহবায়কের সভাপতিত্বে যুগ্ন আহবায়ক সোহেল মোল্লার সঞ্চালনায় বক্তব্য রাখেন কালুখালী উপজেলা আ.লীগের সভাপতি ও কালিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিউর রহমান নবাব, কালুখালী উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা যুবলীগের সদস্য হাফিজুর রহমান লালটু, জামির হোসেন, মৃগী ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক রফিকুল আলম বাদশা, শাওরাইল ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) সার্জেন্ট অব. কামাল হোসেন, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদুল ইসলাম সুমন, কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন, বোয়ালিয়া ইউনিয়ন সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, কালুখালী উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক পারভেজ হুসাইন, রতনদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ বক্তব্য রাখেন।

শান্তি সমাবেশে উপজেলার ৭টি ইউনিয়ন থেকে বিকালে মিছিল সহকারে বঙ্গবন্ধু চত্বরে নেতাকর্মীরা জমায়েত হয়। এসময় সকলেই রাজবাড়ী জেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. জিল্লুল হাকিম এমপি ও আশিক মাহমুদ মিতুল হাকিমের নামে শ্লোগান দিয়ে মূখরিত করে তোলেন শান্তি সমাবেশ স্থল।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ