মইনুল হক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে জাতীয় ভিটামিন এ-ক্যাপসুল ক্যাম্পেইনের কর্ম-পরিকল্পনা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২ টার দিকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এ কর্মপরিকল্পনা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়।
গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী।
এসময় আরো উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্রদীপ কান্তি পাল, ডাঃ মো. রুহুল আমীন, ডাঃ রবিউল ইসলাম, ডাঃ এ. কে. এম. ওয়াহিদুল মুক্তাদির, গোয়ালন্দ রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর বজলুর রহমান, দৌলতদিয়া গণস্বাস্থ্য কেন্দ্রের ব্যবস্থাপক মো. জুলফিকার আলী, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ বাবর আলী প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ শরিফুল ইসলাম বলেন, আগামী শনিবার (১৭ জুন) উপজেলা ব্যাপী ৬-১১ মাস বয়সী শিশুদের একটা নীল ক্যাপসুল এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি লাল ক্যাপসুল খাওয়ানো হবে। এ কার্যক্রম সফল করতে উপজেলা স্বাস্থ্যসহকারী এবং ভলেন্টিয়াররা বিভিন্ন কেন্দ্রে ভিটামিন এ ক্যাপসুল খাওয়াবেন।