নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ “বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’’ প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।
কর্মসূচী পালনকালে উপস্থিত ছিলেন, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আব্দুল হালিম তালুকদার, ইংরেজী বিভাগের প্রভাষক রমেশ কুমার আগরওয়ালা, গোয়ালন্দ উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান, সাধারণ সম্পাদক আবির হোসেন হৃদয়, সরকারি গোয়ালন্দ কামরুল ইসলাম কলেজ ছাত্রলীগের সভাপতি মো. বাবু মন্ডল, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শেখ মো. ইয়াসিন, সাধারণ সম্পাদক আদর শাকিল, ছোটভাকলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ রাকিব হোসেন, সাধারণ সম্পাদক নাহিদুল ইসলাম নাবিল, উপজেলা ছাত্রলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক রেদোয়ান রনি, প্রচার সম্পাদক মো. স্বাধীন দেওয়ান, উপ-প্রচার সম্পাদক পারভেজ, পৌর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রবিন মাহমুদ, দৌলতদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ-সাধারন সম্পাদ মো. রুবেল মোল্লা, দেবগ্রাম ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল সহ প্রমুখ।
বৃক্ষ রোপণ কর্মসূচীর বিষয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. তুহিন দেওয়ান ও সাধারণ সম্পাদক আবির হোসেন রিদয় বলেন, ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশের ভারসাম্য রক্ষায় বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশে আমরা গোয়ালন্দ সরকারি কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছি। পর্যায়ক্রমে আমরা গোয়ালন্দের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করব।