০৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০ বঙ্গাব্দ

গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশের বিভিন্ন স্থানে খাদ্যশস্য সংগ্রহ অভিযান অনেক আগেভাগে শুরু হলেও রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বুধবার। তারপরও মাত্র একজন কৃষকের ধান দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। সরকার নির্ধারিত এবং বাজার মূল্য প্রায় একই হওয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ অভিযানে কৃষকদের তেমন আগ্রহ নেই।

খাদ্য শস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের কৃষক মো. আলাউদ্দিন শেখ প্রথমে ২৫ মন ধান জমা দেন। পরে তিনি আরো দুই টন (৫০ মন) ধান দেন। ইউএনও তাঁর হাতে তিন টন ধানের চেক তুলে দেন।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নিয়াজ মাহমুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মুরাদ আলী।

কৃষক আলাউদ্দিন শেখ বলেন, এখনো সব ধান কাটা শেষ হয়নি। তাই প্রথম দিন ২৫ মন নিয়ে এসেছি। বাকি ধান পড়ে দিব। তিনি বলেন, বর্তমান বাজারে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৮০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। সরকারি গুদামে ১ হাজার ২০০ টাকা মন দরে দাম দিলেও গাড়ি ভাড়া ও সরকারি ভ্যাট রাখায় কোন লাভ নেই। তাই খুব বেশি কারো আগ্রহ নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, এ অঞ্চলে ধান কাটা এখনো শেষ হয়নি বলে উদ্বোধন দেরিতে করতে হয়েছে। গোয়ালন্দে ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করতে বললেও বাজার মূল্য প্রায় একই হওয়ায় কৃষকদের আগ্রহ নেই। ৩৫ টাকা কেজি দরে গম কিনতে বলেছে। অথচ বর্তমানে বাজারে গম বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। সে হিসেবে আমরা এক ছটাকও গম কিনতে পারবো না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়াজ মাহমুদ বলেন, গত ২৫ মে উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত কৃষকের তালিকা আমাদের কাছে দিয়েছে। এখনো ধান কাটা শেষ হয়নি, তারপরও প্রথম দিন মাত্র একজন কৃষক এসেছেন ধান দিতে। পাশাপাশি কৃষি অফিস থেকেও অনেক দেরিতে তালিকা দিয়েছে। তালিকা না পেলে আমরা কাদের কাছ থেকে ধান সংগ্রহ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, সাধারণত হাওর অঞ্চলের ওপর নির্ভর করে খাদ্য শস্য সংগ্রহের অভিযানের তারিখ নির্ধারন হয়। আমাদের এই অঞ্চলে দেরিতে ধান উঠে বলে আনুষ্ঠানিকতা করতে দেরি হয়েছে।

ট্যাগঃ
রিপোর্টারের সম্পর্কে জানুন

Rajbari Mail

জনপ্রিয় পোস্ট

ফসলি জমি থেকে মাটি উত্তোলন, ট্রাক মালিক ও ভেকু চালককে ৭০ হাজার টাকা জরিমানা

গোয়ালন্দে একজন কৃষকের উপস্থিতিতে খাদ্যশস্য সংগ্রহ অভিযানের উদ্বোধন

পোস্ট হয়েছেঃ ১১:০০:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ দেশের বিভিন্ন স্থানে খাদ্যশস্য সংগ্রহ অভিযান অনেক আগেভাগে শুরু হলেও রাজবাড়ীর গোয়ালন্দে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বুধবার। তারপরও মাত্র একজন কৃষকের ধান দিয়ে উদ্বোধন অনুষ্ঠিত হয়। সরকার নির্ধারিত এবং বাজার মূল্য প্রায় একই হওয়ায় সরকারিভাবে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ অভিযানে কৃষকদের তেমন আগ্রহ নেই।

খাদ্য শস্য সংগ্রহ অভিযান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। বুধবার দুপুরে উপজেলা খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে উজানচর ইউনিয়নের কৃষক মো. আলাউদ্দিন শেখ প্রথমে ২৫ মন ধান জমা দেন। পরে তিনি আরো দুই টন (৫০ মন) ধান দেন। ইউএনও তাঁর হাতে তিন টন ধানের চেক তুলে দেন।
“শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ” শ্লোগানকে সামনে রেখে উপজেলা খাদ্য বিভাগের আয়োজনে অভ্যন্তরীণ ধান, চাল ও গম সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা মো. নিয়াজ মাহমুদ ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসিএলএসডি) মো. মুরাদ আলী।

কৃষক আলাউদ্দিন শেখ বলেন, এখনো সব ধান কাটা শেষ হয়নি। তাই প্রথম দিন ২৫ মন নিয়ে এসেছি। বাকি ধান পড়ে দিব। তিনি বলেন, বর্তমান বাজারে ১ হাজার ১৫০ থেকে ১ হাজার ১৮০ টাকা মন দরে বিক্রি হচ্ছে। সরকারি গুদামে ১ হাজার ২০০ টাকা মন দরে দাম দিলেও গাড়ি ভাড়া ও সরকারি ভ্যাট রাখায় কোন লাভ নেই। তাই খুব বেশি কারো আগ্রহ নেই।

ভারপ্রাপ্ত কর্মকর্তা মুরাদ আলী বলেন, এ অঞ্চলে ধান কাটা এখনো শেষ হয়নি বলে উদ্বোধন দেরিতে করতে হয়েছে। গোয়ালন্দে ৩০ টাকা কেজি দরে ধান ক্রয় করতে বললেও বাজার মূল্য প্রায় একই হওয়ায় কৃষকদের আগ্রহ নেই। ৩৫ টাকা কেজি দরে গম কিনতে বলেছে। অথচ বর্তমানে বাজারে গম বিক্রি হচ্ছে ৪৫ টাকা কেজি। সে হিসেবে আমরা এক ছটাকও গম কিনতে পারবো না।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. নিয়াজ মাহমুদ বলেন, গত ২৫ মে উপজেলা কৃষি কর্মকর্তার স্বাক্ষরিত কৃষকের তালিকা আমাদের কাছে দিয়েছে। এখনো ধান কাটা শেষ হয়নি, তারপরও প্রথম দিন মাত্র একজন কৃষক এসেছেন ধান দিতে। পাশাপাশি কৃষি অফিস থেকেও অনেক দেরিতে তালিকা দিয়েছে। তালিকা না পেলে আমরা কাদের কাছ থেকে ধান সংগ্রহ করবো।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন বলেন, সাধারণত হাওর অঞ্চলের ওপর নির্ভর করে খাদ্য শস্য সংগ্রহের অভিযানের তারিখ নির্ধারন হয়। আমাদের এই অঞ্চলে দেরিতে ধান উঠে বলে আনুষ্ঠানিকতা করতে দেরি হয়েছে।