নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ী জেলার শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হওয়ার পর এবার ঢাকা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ হলেন গোয়ালন্দ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাজের দক্ষতা ও সফলতার আলোকে তাকে নির্বাচিত করা হয়েছে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা ঢাকা অঞ্চলের পরিচালক ও জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ ঢাকা বিভাগীয় পর্যায়ে সদস্য সচিব প্রফেসর মো. মনোয়ার হোসেন এর ২৮ মে স্বাক্ষরিত এক পত্রে বিষয়টি জানানো হয়। বিষয়টি সোমবার ঢাকা থেকে পাওয়া পত্রের বিষয়টি নিশ্চিত করেন মোহাম্মদ ইকবাল হাসান।
মোহাম্মদ ইকবাল হাসান ২০১৮ সালে ঢাকা বিভাগ পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে নির্বাচিত হয়েছিলেন। তিনি গত বছর ১১ ডিসেম্বর গোয়ালন্দে শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। যোগদানের পর থেকে তিনি স্টেক হোল্ডারের সাথে সহযোগিতার মনোভাব, চারিত্রিক দৃঢ়তা, ব্যক্তিত্ব সম্পন্ন, সততা ও কাজের সুনাম অর্জন করেন। তিনি আর্থিক শৃঙ্খলা, পেশাগত সৃজনশীল প্রকাশনা, আইসিটি বিষয়ে দক্ষতা অর্জন ও শিক্ষা প্রতিষ্ঠানগুলো নিয়মিত তদারকি করাসহ নানা কর্মকান্ড প্রশংসিত হওয়ায় জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যায়ে সকলের বিবেচনায় তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন।
এর আগে মোহাম্মদ ইকবাল হাসান প্রথমে গোয়ালন্দ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ পরবর্তীতে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অর্জনের কথা জানান। আগামীতে জাতীয় পর্যায়ে তার শ্রেষ্ঠত্বের লড়াইয়ের কথা জানান। এ জন্য তিনি সকলের কাছ থেকে সার্বিক সহযোগিতা ছাড়াও দোয়া প্রার্থনা করেন।