Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী

ঈদ সামনে রেখে দৌলতদিয়া ঘাটে অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত

রাজবাড়ী মেইল ডেস্ক
১৭ এপ্রিল ২০২৩, ৫:৩৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম প্রবেশদ্বার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ঘাট এলাকায় অপরাধীদের তৎপরতা ঠেকাতে বাড়তি নজরদারির সিদ্ধান্ত নিয়েছে উপজেলা সমন্বয় কমিটি। গতকাল রোববার বিকেলে গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন দপ্তরের প্রধান ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিয়ে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

গোয়ালন্দ উপজেলা প্রশাসনের আয়োজনে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দৌলতদিয়া ঘাটের সুষ্ঠু ব্যবস্থপনা ও যাত্রী সাধারণের যাতায়াত নির্বিঘœ করার লক্ষ্যে সংশ্লিষ্টদের নিয়ে আয়োজিত ঈদ সমন্বয় সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। এসময় গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সৈয়দ আমীরুল হক শামীম, পৌরসভার প্যানেল মেয়র মো. ফজলুল হক, দৌলতদিয়া ঘাট নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ জেএম সিরাজুল কবির সহ বিআইডব্লিউটিসি, বিআইডব্লিউটিএ, ঘাট শ্রমিক নেতৃবৃন্দ, মাহেন্দ্র শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ সহ বিভিন্ন সেক্টরের প্রধানগন উপস্থিত ছিলেন।

সভায় আলোচনা সাপেক্ষে জানানো হয়, আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নিয়মিত লঞ্চ ও ফেরির সাথে আরো ফেরি ও লঞ্চ বাড়ানো হবে। ঈদের সময় ২০টি ফেরি ও ২২টি লঞ্চ নিয়মিত চলাচল করবে। যাত্রীদের সুবিদার্থে সড়ক ও ঘাট এলাকায় পর্যাপ্ত লাইটিংয়ের ব্যবস্থা করা, যাত্রীদের থেকে লুজ কালেকশনের দায়িত্বরত ব্যক্তিদের নির্ধারিত পোশাক পরিধান করা, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো, ঈদকে সামনে রেখে ঘাট এলাকায় যাতে অপরাধীদের অপতৎপরতা বেড়ে না যায় সেদিকে বিশেষ নজর দেয়া, দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচলত ফেরিতে জুয়াড়ি ও ছিনতাইকারীরা সক্রিয় না হয়ে উঠে সেদিকে নৌপুলিশের বাড়তি নজরদারির অনুরোধ জানানো হয়। ঈদের তিন দিন আগে থেকে এবং তিন দিন পর পর্যন্ত জরুরি কাঁচাপণ্যের গাড়ি ছাড়া সাধারণ পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ সহ আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত হয়।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, ঈদ আসলেই ঘাট এলাকায় কিছু শ্রমিক সংগঠন যাত্রীদের তুলে দেওয়ার কথা বলে বাড়তি ভাড়া আদায় করাসহ যাত্রীদের সাথে নানাভাবে জোর জলুম করে থাকে। এসব অপতৎপরতা করতে দেওয়া হবে না। যাত্রীদের নিরাপত্তা প্রদান এবং পারাপার নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন থাকবে। এই ঘাট দিয়ে কোন প্রকার বিশৃঙ্খলা হতে দেওয়া হবে না।

ইউএনও মো. জাকির হোসেন বলেন, এবছর ঈদে ঘরমুখো যাত্রীরা যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে এ জন্য ঘাট এলাকায় সকল ধরনের ব্যবস্থা থাকবে। একাধিক ভ্রাম্যমান আদালত নিয়মিত টহল দেবে। যে কোন পরিস্থিতি মোকাবেলায় উপজেলা প্রশাসন এবং আইন শৃঙ্খলা বাহিনী সদা প্রস্তুত থাকবে।

উপজেলা চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী বলেন, সারা বছর মানুষ পরিবারের সাথে ঈদ করতে এই একটি দিনের জন্য অপেক্ষা করতে থাকে। আমরা যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করি তাহলে কোথাও কোন ধরনের অরাজগতা সৃষ্টির সুযোগ থাকবে না। যাত্রীরা যাতে নিরিবিলি পরিবেশে চলাচল করতে পারে এ জন্য সকলের প্রতি নির্দিষ্ট দায়িত্ব সুন্দরভাবে পালনের অনুরোধ করেন।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি