নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ ঘাট থানা পুলিশ দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারীজের সামনে থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। তার কাছ থেকে পুলিশ অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে সুকৌশলে ২৮টি ২মিলি ভায়াল ও ৭টি মাইক্রো সেন্ট্রাফিউজ টিউব জব্দ করে। যা অতি মূল্যবান ‘ম্যাগনেটিক চাল’ বলে প্রচারণা করছিল। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম ক্ষিতীশ বিশ্বাস (৩৮)। সে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার শালিনাবক্সা গ্রামের মারকণ্ঠ বিশ্বাসের ছেলে।
এ বিষয়ে আজ বৃহস্পতিবার বেলা ১১টার সময় গোয়ালন্দ ঘাট থানায় পুলিশ সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইফতেখারুজ্জামান, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার।
সংবাদ সম্মেলনে পুলিশ জানায়, কিছুদিন ধরে একটি প্রতারক চক্র অভিনব কায়দায় সাধারণ চালকে অতি উচ্চমূল্যের ‘ম্যাগনেটিক চাল’ বলে প্রচারণা চালিয়ে নিরীহ মানুষ ও ব্যবসায়ীদের কাছ থেকে মোটা অংকের টাকা হাতিয়ে নিয়ে আসছে। তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমেও এর প্রচারণা চালিয়ে আসছে। প্রতারণার কাজে তারা গবেষণাগার, ঔষধ কোম্পানি ও মেডিকেলে ব্যবহৃত ভায়াল ও মাইক্রো সেন্ট্রিফিউজ টিউবে অতি আকর্ষণীয় করে সুকৌশলে একটি করে চাল স্থাপন করে। পরে এটিকে ম্যাগনেটিক চাল বলে প্রচার করে। উক্ত ভায়াল ও মাইক্রো সেন্ট্রিফিউজ টিউব গুলোকে সুন্দরভাবে সুকৌশলে কয়েকটি স্তরে কাগজ, অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে ও সর্বস্তরের উপরে টেপ পেঁচিয়ে আকর্ষণীয় করে মানুষের কাছে প্রতারণামূলকভাবে বিক্রি করে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিচ্ছে।
পুলিশ জানায়, রাজবাড়ী জেলা পুলিশ এমন খবর জানার পর চক্রটিকে গ্রেপ্তারে তৎপর ছিল। এরই ধারাবাহিকতায় বুধবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে গোয়ালন্দ ঘাট থানার এসআই রাখাল চন্দ্র দেবনাথ সহ সঙ্গীয় পুলিশ সদস্যরা ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীজের সামনে অবস্থান নেয়। এ সময় দৌলতদিয়া ঘাটগামী একটি পরিবহনে তল্লাশি করে সন্দেহভাজন ব্যক্তি হিসেবে ক্ষিতীশ বিশ্বাস নামের উপরেল্লিখিত ব্যক্তিকে আটক করে। এসময় তার ব্যাগ থেকে বিশেষ কৌশলে রাখা ৫টি প্লাস্টিকের প্যাকেট থেকে ২৮টি ২ মিলি ভায়াল ও ৭টি মাইক্রো সেন্ট্রিভিউজ টিউব পাওয়া যায়। যার প্রতিটি শিশির মধ্যে মাত্র একটি করে চাল পাওয়া যায়। এই সরঞ্জমাদি গোয়ালন্দ ঘাটের এক ব্যক্তির কাছে পৌছানোর কথা ছিল।
অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, একটি প্রতারক চক্র সাধারণ একটি চালকে একটি শিশিতে রেখে কয়েক স্তুরে কাগজ, অ্যালুমিনিয়াম ফয়েলে পেঁচিয়ে তার ওপর টেপ পেঁচিয়ে আকর্ষণীয় করে সাধারণ মানুষকে বোকা বানিয়ে হাতিয়ে নিচ্ছে কোটি কোটি টাকা। ইতিমধ্যে আমরা চক্রের ব্যাপারে আরো খোঁজ খবর নিচ্ছি। চক্রের ব্যাপারে অনেক তথ্য পাওয়া গেছে। আশা করি শীঘ্রই মূল হোতাকে গ্রেপ্তার করতে সক্ষম হবো।