Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ১৭ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. কৃষি ও অর্থনীতি
  5. ভিন্ন স্বাদের খবর
  6. লাইফস্টাইল

গোয়ালন্দে জমিসহ ঘর পেলেন তৃতীয় লিঙ্গের ৭জন

রাজবাড়ী মেইল ডেস্ক
২ এপ্রিল ২০২৩, ৬:১৫ অপরাহ্ণ

Link Copied!

শামীম শেখ ও মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় তৃতীয় লিঙ্গের ৭ জনকে প্রধানমন্ত্রীর দেওয়া জায়গাসহ উপহারের ৭টি ঘর হস্তান্তর করা হয়েছে। রোববার দুপুর ১টার দিকে দৌলতদিয়ার হোসেন মন্ডল পাড়ায় নবনির্মিত আশ্রায়ন প্রকল্পে সরজমিন উপস্থিত থেকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন উপকারভোগী ৭ জনের হাতে এ ঘরের চাবি হস্তান্তর করেন।

তৃতীয় লিঙ্গের (হিজড়া) মানুষ হিসেবে কোনো মর্যাদা ছিল না। রাস্তাঘাটে তুচ্ছ-তাচ্ছিল্যের পাশাপাশি নানা কটুবাক্য ছুড়ে দিত লোকজন। মানুষের কাছে চেয়ে-চিন্তে খাওয়া সমাজের অবহেলিত এক জনগোষ্ঠীর মানুষের এভাবেই দিন কেটেছে। সম্প্রতি তৃতীয় লিঙ্গের এসব মানুষের মর্যাদা ফিরেছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদানে আশ্রয়ও মিলেছে। সরকারের তরফে নেওয়া পুনর্বাসনের নানা পদক্ষেপে এখন বদলে গেছে তাদের জীবনযাত্রা।

ঘর পাওয়া ৭ জন হলেন তৃতীয় লিঙ্গের সভানেত্রী মিলন মাহিয়া মাহি, রোকেয়া আক্তার, অন্তরা খাতুন, রনি চৌধুরী, নিলিমা, রোকেয়া ও আকাশ মন্ডল। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আবু সাইদ মন্ডল, উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নিজাম উদ্দিন আহমেদ, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মো. শহিদুল ইসলাম, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য চম্পা আক্তার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালুসহ স্হানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

ঘর পাওয়ার প্রতিক্রিয়ায় দলনেতা মিলন মাহিয়া মাহি বলেন, আমরা এতদিন ১৮/২০ জন মানুষ অসহায়ের মতো বিভিন্ন জায়গায় ভাড়া বাড়িতে বসবাস করতাম। নানা লোকে নানা কথা বলত। ঘর ভাড়া দিতে চাইত না। সামাজিকভাবে কেউ মেনে নিতে চাইত না। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সেই দূর্বিষহ জীবন হতে মুক্তি দিয়েছেন। সামাজিক পরিবেশে নিজেদের ঘরে বসবাসের সুযোগ করে দিয়েছেন। এর আগে আমরা ভোটার হয়েছি। আমরা তার প্রতি গভীরভাবে কৃতজ্ঞ। আমরা সমাজের সবার সাথ অন্যান্যদের মতো মিলেমিশে থাকতে চাই। এর জন্য সকলের সহযোগিতা কামনা করি।

ইউএনও মোঃ জাকির হোসেন বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া উপহারের ৭ টি ঘর এখানকার ২০ শতাংশ খাস জমিতে অগ্রাধিকার ভিত্তিতে নির্মান করে দেওয়া হয়েছে। আশা করছি ৭ টি ঘরে ওদের দলের ১৮/২০ জনের মতো যারা আছেন সবাই মিলেমিশে থাকতে পারবেন। সমাজের লোকজনও তাদেরকে মানুষ হিসেবে আন্তরিকতার সাথে গ্রহন করবেন। তৃতীয় লিঙ্গের সবাই এখন থেকে আরো সম্মানের সাথে জীবন যাপন করতে পারবেন। আমরা তাদের যে কোন প্রয়োজনে সার্বক্ষনিক পাশে থাকব।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে নানা আয়োজনে নতুন বছরকে বরণ

রাজবাড়ীতে ইউপি চেয়ারম্যানের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন

রাজবাড়ীতে শিক্ষার্থীদের আন্দেলনের মামলায় আ.লীগের ২০ নেতা কর্মী কারাগারে

রাজবাড়ীতে শীর্ষ ডাকাত ‘বোমা খোরশেদ’ গ্রেপ্তার, লুট হওয়া টাকা ও স্বর্ণালংকার উদ্ধার

শৃঙ্খলা ভঙের অভিযোগে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাব্বিরকে অব্যহতি

পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ৮ হাজার টাকা

রাজবাড়ীর দুর্গম কুশাহাটায় আগুনে নিঃস্ব পরিবারের পাশে আমেরিকা প্রবাসী শিক্ষার্থী

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষককে লাঞ্ছিত, কর্মকর্তা-কর্মচারীদের প্রতিবাদ সভা

বৈষম্যবিরোধী মামলায় গোয়ালন্দ পৌরসভার সাবেক মেয়র কারাগারে

দৌলতদিয়ার কুশাহাটায় আগুনে পোড়া নিঃস্ব পরিবারের পাশে উপজেলা প্রশাসন

রাজবাড়ীতে মামলায় জিতে অবশেষে ইউপি সদস্য পদ ফিরে পেলেন বিএনপি নেতা

রাজবাড়ী পৌরসভার হিসাব রক্ষক কর্মকর্তাকে লাঞ্ছিতের অভিযোগ