নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ গণতন্ত্র পুনরুদ্ধারসহ ১০ দফার দাবিতে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ৪টি ইউনিয়ন উজানচর, দৌলতদিয়া, দেবগ্রাম এবং ছোটভাকলা ইউনিয়নে শনিবার বেলা ১১টার দিকে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বাস্তবায়নের দাবিতে পদযাত্রা করেন।
গোয়ালন্দ উপজেলার চার ইউনিয়নের নেতাকর্মীরা প্রতিটি ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে স্বল্প পরিসরে এ পদযাত্রা বের করে। পরে পদযাত্রা শেষে সংক্ষিপ্ত আলোচনা সভা করে।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সভাপতি নিজাম উদ্দিন শেখ, উপজেলা বিএনপির সহসভাপতি আয়ুব আলি, সাধারণ সম্পাদক মোশারফ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন, পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল, সাধারণ সম্পাদক মজিবর রহমান মজি, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম সরদার, রুবেল শেখ, উপজেলা যুবদলের সদস্য সচিব সানোয়ার আহম্মেদ, উজানচর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক শাহিন মৃধাসহ উপজেলার ৪টি ইউনিয়নের পর্যায়ের নেতৃবৃন্দরা এসব পদযাত্রায় অংশগ্রহণ করেন।