মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্টান কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশন ও কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) বিদ্যালয় মাঠে অনুষ্টিত হয়েছে।সকাল ১১টায় প্রতিযোগিতার উদ্বোধন করেন অনুষ্টানের প্রধান অতিথি ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হক।
বিদ্যালয় কার্য নির্বাহী কমিটির সভাপতি ও সাবেক মেয়র শেখ মাহতাব আলী মেথুর সভাপতিত্বে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্টানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহ্ মো. ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস, জেলা শিক্ষা অফিসার বিষ্ণুপদ ঘোষাল, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাসুদুর রহমান ও সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এসএম আরশাদ।
এসময় বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও ২নং ওর্য়াড কাউন্সিলর মো. কুদ্দুসুর রহমান, মো. জাহাঙ্গির মন্ডল, মো. মহীদ খান, মহিদুল হাসান কাকন মিয়া, মো. আশরাফুল আলম পান্নু, নাসরিন খানম, মো. মিজানুর রহমান, আব্দুল খালেক মোল্লা, ফারজানা আক্তার, মো. আমিনুল হাসান পলাশ, কোমরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নজরুল ইসলাম, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুস সালাম মন্ডল, সমাজসেবক কেএম জাফরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা পরিচালনা ও সঞ্চালনা করেন কোমরপুর আব্দুল আজিজ ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র বিশ্বাস।পরে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।