মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ঘোষিত তফসিল অনুযায়ী ফরিদপুর সদর উপজেলার ১১টি ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ১৬ মার্চ অনুষ্টিত হবে। তফসিলে ১৯ ফেব্রুয়ারী মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ও ২০ ফেব্রুয়ারী যাচাই বাছাই এবং ২৭ ফেব্রুয়ারী প্রত্যাহারের শেষ তারিখ নির্ধারন করা হয়েছে।
এদিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষনার পর থেকেই ফরিদপুরের চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীগন জোরে সোরে প্রচারনায় নেমে গেছেন।গনসংযোগে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা, মিছিল মিটিং অব্যাহত রয়েছে।কেউ কেউ মটোর সাইকেল নিয়ে শোভা যাত্রা করে শো ডাউন দিচ্ছেন।
শুক্রবার বিকেলে ফরিদপুর সদর উপজেলার ঈশান গোপালপুর ইউনিয়নের সাম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট সমাজ সেবক ও সাবেক মেম্বার জিন্নাহ্ সিকদার এলাকায় গনসংযোগ ও মটোর সাইকেল নিয়ে ব্যাপক শো-ডাউন করেছেন।
তিনি ঈশান গোপালপুর ইউনিয়নের আরিফ বাজার, দুর্গাপুর, গোপালপুর বাজার, বিষ্ণুপুর, পিঠাকুমরার বাজার, লক্ষিদাসের হাট, আনন্দ বাজার, দুর্গাপুর ডবল ব্রীজ, বসন্তপুরের হাটসহ ইউনিয়নের ৯টি ওর্য়াডের কয়েকশ কর্মী সমর্থকদের নিয়ে গন সংযোগ মেটোর সাইকেলে শো ডাউন করেন। এসময় যুবক, বৃদ্ধ বনিতা সহ এলাকার হাজার হাজার মানুষ তাকে হাত নেড়ে অভিভাদন জানান।
চেয়ারম্যান পদপ্রর্থী মো. জিন্নাহ্ সিকদারের গনসংযোগকালে সাথে এলাকার রাজনিতীবিদ ও সমাজ সেবক এনামুল হক শামিম, মনিরুজ্জামান হেলাল, হাজী আব্দুল জলিল সিকদার, রাজ্জাক সিকদার, নাসির উদ্দিন মুন্সি, ইউনুস ব্যাপারী, রব মেম্বার, সেকেন ফকির, শামসুল হক খান, ইদ্রিস মন্ডল, খোকন পাটোয়ারী, আব্দুর রাজ্জাক, রেজাউল বেপারী, আতর আলীসহ সকল শ্রেনী পেশার মানুষ অংশ নেন।