নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ খাবার ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরী ও পরিবেশনের অভিযোগে চার হোটেল ব্যবসায়ীকে জরিমানা করেছে। একই সাথে পণ্যের গুনগত মান ঠিক না থাকায় এক মুদি দোকানীকেও জরিমানা করেছে। মঙ্গলবার বিকেলে গোয়ালন্দ বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. আশরাফুর রহমান।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, জনস্বার্থে মঙ্গলবার (৩১ জানুয়ারী) বিকেল থেকে সন্ধ্যার পর পর্যন্ত গোয়ালন্দ বাজারের বিভিন্ন খাবার হোটেল ও মুদি দোকানে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। মেয়াদ উত্তীর্ণ খাবার রাখা, অস্বাস্থ্যকার পরিবেশে খাবার পরিবেশনে খাবার তৈরী, পণ্যের গুনগত মান ঠিক না থাকায় ভোক্তা অধিকার ও সংরক্ষন আইন ২০০৯ অনুযায়ী অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাজারের বিসমিল্লাহ হোটেল মালিককে ১ হাজার, আর রাহমানিয়া হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ হাজার ও গ্রামীণ হোটেল মালিককে ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া রুবেল স্টোর মালিককে পণ্যের গুনগত মান ঠিক না থাকায় ১৫০০ টাকা সহ মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুর রহমান ছাড়াও স্যানিটারি ইন্সেপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামাল হোসেন, গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মাশরুল আলম সহ থানা পুলিশের দল উপস্থিত ছিলেন।