Rajbarimail.com
ঢাকা, বৃহস্পতিবার , ৭ অগাস্ট ২০২৫
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজবাড়ী মেইল এক্সক্লুসিভ
  5. অপরাধ
  6. অপরাধ

গোয়ালন্দে এক রাতে এক কৃষকের ৪টি গরু চুরি, কৃষকদের মাঝে আতঙ্ক

রাজবাড়ী মেইল ডেস্ক
১৯ জানুয়ারি ২০২৩, ৯:৫৩ অপরাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার নগর রায়ের পাড়ায় এক রাতে স্থানীয় কর্নধর বিশ্বাস নামের এক কৃষকের গোয়াল থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়ার পর আশপাশের এলাকার কৃষকদের মাঝে চোর আতঙ্ক বিরাজ করছে। বুধবার দিবাগত মধ্যরাতের দিকে চুরির ঘটনাটি ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, বুধবার (১৮ জানুয়ারী) মধ্যরাতের দিকে নগর রায় পাড়ার মৃত কান্তিলাল বিশ্বাসের ছেলে কৃষক কর্নধর বিশ্বাসের গোয়াল ঘর থেকে ৪টি ক্রস অস্ট্রেলিয়ান জাতের গাভী ও দুটি বড় বাছুর গরুসহ আনুমানিক প্রায় ৮ লাখ টাকা মূল্যের ৬টি গরু চুরি হয়। আজ বৃহস্পতিবার ভোর সাড়ে ৬টার দিকে ঘুম থেকে উঠে কর্নধর বিশ্বাস দেখেন গোয়াল ঘরের তালা ভাঙা এবং ভিতরে থাকা ৬টি গরুর একটিও নেই। চিৎকার শুনে এলাকার লোকজন জড়ো হয়ে আশপাশে খোজ করতে থাকে। এক পর্যায়ে তার বাড়ির পিছনে ফসলের মাঠে কাদামাটিতে দুটি গরু পরে থাকতে দেখে। ধারণা করা হচ্ছে, চোর চক্র ৬টি গরু নিয়ে পালিয়ে যাওয়ার সময় দুটি গরুর পা কাদামাটিতে আটকে গেলে নিয়ে যেতে ব্যার্থ হয়ে বাকি ৪টি নিয়ে চলে যায়।

ভুক্তভোগী কৃষক কর্নধর বিশ্বাস (৭৩) বলেন, প্রতিদিনের মত গোয়াল ঘরে গরু রেখে ঘুমিয়ে পরি। চোরদল এসে গোয়াল ঘরের দরজার তালা ভেঙ্গে আমার ৬টি গরু চুরি করে নিয়ে যায়। গরুর গোবর কম দেখে বুধবার দিবাগত মধ্যরাতে গরু চুরি হয়েছে বলে ধারনা করেন তিনি।

কর্নধর বিশ্বাস বলেন, ৬টি গরুর মধ্যে দুটি গরুর পা তার বাড়ির পিছনে ফসলের মাঠের কাদামাটিতে আটকে গেলে নিয়ে যেতে ব্যার্থ হয়ে বাকি দুটি বড় ও দুটি ছোটসহ ৪টি নিয়ে চলে যায়। ৪ লাখ টাকার চারটি গরু হারিয়ে আমি এখন নিঃস্ব। এখন কিভাবে সংসার চালাবো সেই চিন্তায় আছি।

ছোট ভাই সুভাষ চন্দ্র বিশ্বাস বলেন, ধান খেতে সার দিতে ভোর সাড়ে ৬টার দিকে বের হয়ে দাদার বাড়ি থেকে কান্নাকাটির আওয়াজ শুনতে পেয়ে দেখি গোয়াল ঘরে থাকা ৬টি গরু নাই। খোজাখুজির এক পর্যায়ে বাড়ির পিছনে ফসলের মাঠের কাদা মাটিতে দুটি গরু অসুস্থ অবস্থায় পরে থাকতে দেখেন। ধারণা করা হচ্ছে, কাদামাটির মধ্যে আটকে যাওয়ায় গরু দুটির উপর নির্মম অত্যাচার করা হয়েছে। গরু দুটি কাদামাটি থেকে উদ্ধার করতে ব্যার্থ হয়ে বাকি ৪টি গরু নিয়ে চলে যায়। আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির দাবি জানান তিনি।

গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, এর আগে চুরি হওয়া গরু পাবনা অঞ্চল থেকে উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে পাবনা অঞ্চলের সক্রিয় চক্র গরু চুরির সাথে জড়িত। নগর রায়ের পাড়ায় কর্ণধার বিশ্বাস একজন বৃদ্ধ লোক। তার যুবক ছেলে ভারতে চিকিৎসাধীণ থাকার সুযোগে চুরি হতে পারে। পুলিশ বিষয়টি গুরুত্বসহকারে খতিয়ে দেখছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

বালিয়াকান্দিতে সাব রেজিস্ট্রি অফিসের বিরুদ্ধে ঘুষ-দুর্নীতির অভিযোগ, মানববন্ধন

রাজবাড়ীতে পদ্মা নদীর এক ইলিশের দাম সাড়ে ১২ হাজার টাকা

রাজবাড়ীর পাংশায় বজ্রপাতে এক নারী ও কিশোরের মৃত্যু

পদ্মা নদীর ভাঙনে দৌলতদিয়ার সবকটি ফেরি ঘাট ঝুঁকিতে

রাজবাড়ীতে মাছরাঙা টেলিভিশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

দৌলতদিয়ায় মাত্র ৭০০ টাকায় বিক্রি হলো এক মণ ওজনের বিপন্ন শুশুক

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২০ সাল থেকে কিছু সাধারণ শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি শিক্ষা চালু করা হবে

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের সব শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু হবে: শিক্ষামন্ত্রী

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

২০২১ সালের মধ্যে দেশের সন শিক্ষা প্রতিষ্ঠানে দুটি করে ট্রেড চালু করা হবে

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন

ঢাকার দুই সিটিতে জাপার মেয়র প্রার্থী কামরুল ও মিলন