নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ নানা আয়েজনের মধ্য দিয়ে রাজবাড়ীতে ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। বুধবার সকালে দিবসটি উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
পরে দুপুরে ছাত্রলীগের আয়োজনে শহরে একটি বর্ণাঢ্য শোভাযাত্র বের করা হয়। শোভাযাত্রাটি রাজবাড়ী কাজী হেদায়েত হোসেন ষ্টেডিয়াম থেকে বিভিন্ন সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিন শেষ করে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে এসে শেষ হয়। এ সময় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।পরে ৭৫ পাউন্ড কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহীন সেখ, সাধারন সম্পাদক মো. জাহিদুল ইসলাম জাহিদ। অনুষ্ঠানে পাঁচটি উপজেলা এবং তিনটি পৌরসভার ছাত্রলীগের সভাপতি, সাধারন সম্পাদক সহ অন্যান্য নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।