নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উজানচরে পাঁচ দিন ব্যাপী সাধু মিলন মেলা শুরু হয়েছে। গতকাল বুধবার দিবাগত রাতে পাঁচ দিন ব্যাপী সাধু মিলন মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। প্রতি বছরের ন্যায় এবছর ১৯ তম সাধু মিলন মেলার আয়োজন করেছে জামতলার হাট আরশী নগর পাক দরবার শরীফ।
উজানচর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও স্থানীয় ইউপি সদস্য সমসের আলী শেখ এর সভাপতিত্বে পাঁচ দিন ব্যাপী তাপস-এ.বি. সিদ্দিকের ১৯ তম বার্ষিকী সাদু মিলন মেলার উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী।
বুধবার (২১ ডিসেম্বর) রাতে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, গোয়ালন্দ পৌরসভার প্যানেল মেয়র ও ৯নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাসির উদ্দিন রনি, উজানচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. সামসুদ্দিন মন্ডল, আওয়ামী লীগ নেতা হুমায়ুন কবির পলাশ, সুলতান উদ্দিন প্রমূখ।
তাপস-এ.বি. সিদ্দিকের ১৯ তম বার্ষিকী সাদু মিলন মেলার উদ্বোধনী অনুষ্ঠান শেষে শুরু হয় সাধু মিলন মেলা উপলক্ষ্যে আয়োজিত গানের অনুষ্ঠান। স্থানীয়দের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগন শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। আগামী ২৪ ডিসেম্বর সাধু মিলন মেলা শেষ হবে।