নিজস্ব প্রতিবেদক, ফরিদপুরঃ ফরিদপুরের বিশিষ্ট সমাজসেবক, মাদকদ্রব্য অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক আলহাজ¦ মো. আব্দুর রশিদ ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর। সোমবার (১৯ ডিসেম্বর) বার্ধক্য জনিত রোগে আক্রান্ত হয়ে দুপুর ১টা ১৫ মিনিটের দিকে শহরের ভাটি লক্ষিপুর ইসমাইল মঞ্জিল এর নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
তাঁর নামাজে জানাজা সোমবার (১৯ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় ভাটি লক্ষিপুর ইয়াছিন মঞ্জিল জামে মসজিদে অনুষ্টিত হয়। নামাজে জানাজায় ইমামতি করেন শায়খুল হাদিস আল্লামা হেলালউদ্দিন। পরে তাঁকে আলীপুর পৌর গোরস্তানে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী ২ ছেলে ২ মেয়েসহ বহু আত্মীয়স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন। তাঁর বড় ছেলে বিশিষ্ট ইলেকট্রিক ব্যবসায়ী ইসমাইল ইলেট্রিক এর সত্বাধীকারী শেখ মামুনুর রশিদ এজাজ এবং ছোট ছেলে শেখ সোলায়মান রশিদ বিপ্লবও একজন ব্যবসায়ী।