নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশের ওয়াকার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার প্রয়াত সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল রেজাউল করিম রেজার স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে। ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের ওয়াকার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি ও সাবেক মন্ত্রী কমরেড রাশেদ খান মেনন এমপি।
সোমবার সন্ধ্যায় প্রধান অতিথির বক্তৃতায় মেনন বলেন, প্রধানমন্ত্রী বলেছেন ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের জন্য জ¦ালানির মূল্য সমন্বয় করতে হবে। আমি প্রধানমন্ত্রীকে বলতে চাই, বিদ্যুৎ -গ্যাসের মূল্য বৃদ্ধি করে নয়, কেবলমাত্র বিদ্যুৎ ও গ্যাসের ক্ষেত্রে দুর্ণীতি বন্ধ করা হলে সাধারণ মানুষকে উচ্চ মূল্য তা কিনতে হতো না। দুর্ভাগ্য আমাদের। আমাদের দেশের একদল মুনাফা লোভীরা এই অর্থ নৈতিক অবস্থায় দাঁড়িয়ে এই সংকটকে তারা কাজে লাগান।
বাংলাদেশের ওয়াকার্স পার্টি রাজবাড়ী জেলা শাখার সভাপতি কমরেড জ্যোতি শঙ্কর ঝন্টুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন, কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুড়োর সদস্য আনিসুর রহমান মল্লিক। বক্তৃতা করেন, মওলা বক্স, আরমান আলী, এ্যাডঃ রফিকুল ইসলাম, মনিরুজ্জামান সালাম, শফিকুল ইসলাম, সেলিম আহম্মেদ এবং প্রয়াত সাধারণ সম্পাদক এ্যাডঃ রেজাউল রেজাউল করিম রেজার সহধর্মীনি গোলশানআরা পারভীন।