মাহবুব পিয়াল, ফরিদপুরঃ ফরিদপুর পুলিশ লাইনস হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক আবুল হোসেন বিশ্বাস ইন্তেকাল করেছেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার(১৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ফরিদপুর শহরতলীর ডোমরাকান্দি নিজ বাসভবনে তিনি ইন্তেকাল করেন।
দীর্ঘদিন ধরে তিনি নানা রোগে ভুগছিলেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর।মৃত্যুকালে তিনি ৪ ছেলে ৩ মেয়ে সহ বহু আত্মীয় স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।শনিবার বাদ আছর ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণ তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।পরে তাকে ডোমরাকান্দি কবরস্থানে দাফন করা হয়।কিছুদিন পূর্বে তার স্ত্রী ইন্তেকাল করেন।মরহুম শিক্ষক আবুল হোসেন বিশ্বাস ডোমরাকান্দি উচ্চ বিদ্যালয়েরও সাবেক প্রধান শিক্ষক ছিলেন।এছাড়াও তিনি ডোমরাকান্দি মৌলভী পাড়া জামে মসজিদ কমিটির সভাপতি ছিলেন। তাঁর মৃত্যুতে শিক্ষক মহলে শোকের ছায়া নেমে আসে।