ইমরান হোসেন মনিম, রাজবাড়ীঃ মহান বিজয় দিবস পালন করার সময় রাজবাড়ীর কালুখালীতে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপি অফিসে হামলা চালিয়ে অন্তত ২০ জন নেতাকর্মীকে মারধর ও অফিস ভাংচুর করার অভিযোগ উঠেছে। শুক্রবার সকাল পৌনে ৯ টার সময় কালুখালী উপজেলা বিএনপির কার্যালয়ে এ হামলার ঘটনা ঘটে।
কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও আহবায়ক কমিটির সদস্য আব্দুর রাজ্জাক খান অভিযোগে বলেন, কালুখালী উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের পাশে বিএনপির দলীয় এবং তার ব্যক্তিগত অফিস। সেখানে শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে নেতাকর্মীদের নিয়ে বিজয় দিবস উপলক্ষে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন করছিলেন। এসময় ছাত্রলীগ ও যুবলীগের শতাধিক নেতাকর্মী অর্তকিত হামলা চালায়। হামলায় অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছে। এর মধ্যে শাহজাহান নামে এক কর্মী মারাত্বক আহত হয়েছে। তাকে রাজবাড়ীর একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এসময় তারা অফিসের চেয়ার, টেবিল, ভাংচুর করে। তবে তিনি হামলাকারী কাউকে চিনতে পারেননি বলেও জানান। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের করিনি।
এ বিষয়ে জানতে কালুখালী উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ মো. রিপন ও যুবলীগের যুগ্ম-আহবায়ক সোহেল আলী মোল্লার সাথে যোগাযোগের জন্য তাদের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও ফোন রিসিপ করেননি।
এ প্রসঙ্গে কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, এ বিষয়ে থানায় কেউ কোন লিখিত অভিযোগ দায়ের করেননি। তবে মৌখিকভাবে শুনে থানা পুলিশের সদস্যরা বিএনপি কার্যালয়ে গেলেও তা তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।