মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে রাস্তার কাজের উদ্বোধন অনু্ষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের মুন্সী বাজার হলে ক্যানাল ঘাট পর্যন্ত পৌনে ৩কিলোমিটার দৈর্ঘের ইটের রাস্তার কাজের উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী।
দৌলতদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে রাজবাড়ী–১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী মুন্সী বাজার হতে ক্যানাল ঘাট পর্যন্ত জাইকার প্রজেক্টের অর্থায়নে পৌনে ৩ কিলোমিটার ইটের সলিংয়ের রাস্তার কাজের উদ্বোধন করেন।
এ সময় এমপি কাজী কেরামত আলী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীন বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের কল্যাণে নিবেদিতভাবে কাজ করে যাচ্ছেন। তারই অংশ হিসেবে আজ এই রাস্তার কাজটি করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। এই কাজটি সম্পর্ন হলে মুন্সী বাজার বাসীর দীর্ঘ দিনের চাওয়া পুরণ হবে ইনশাআল্লাহ।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা মুন্সী, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. জাকির হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার, রাজবাড়ী জেলা পরিষদের সদস্য ও উপজেলা যুবলীগের সভাপতি মো. ইউনুস মোল্লা, জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি হেদায়েত হোসেন সোহরাবসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।