নিজস্ব প্রতিবেদক, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দে আজ ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় জেলেদের বিকল্প কর্মসংস্থানের লক্ষ্যে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে বকনা বাছুর প্রদান করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্ত্বরের সামনে এক অনুষ্ঠানের মাধ্যমে ২০ জন জেলেকে বকনা বাছুর প্রদান করা হয়।
গোয়ালন্দ সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তরের ঢাকা বিভাগের উপপরিচালক মো. জিল্লুর রহমান, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, জেলা মৎস্য কর্মকর্তা মো. মশিউর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মৃধা, উপজেলা মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহরিয়ার জামান সাবু প্রমূখ।
গোয়ালন্দ উপজেলার সিনিয়র মৎস্য শাহ মো. শাহরিয়ার জামান জানান, গোয়ালন্দ উপজেলার উজানচর, ছোটভাকলা, দৌলতদিয়া ও পৌরসভা এলাকার তালিকাভুক্ত ২০ জন জেলেকে ২০টি বকনা বাছুর প্রদান করা হয়। প্রতিটি বকনা বাছুর প্রতি ২৫ হাজার টাকা করে বরাদ্দ রয়েছে। আলোচনা অনুষ্ঠান শেষে লটারির মাধ্যমে মোট ৫ লাখ টাকা মূল্যের ২০টি বকনা বাছুর উপস্থিত ২০ জন জেলের মাঝে প্রদান করা হয়।
তিনি আরো জানান, এর আগে ১৩ নভেম্বর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবগ্রাম ইউনিয়নে তালিকাভুক্ত প্রথম কিস্তিতে আরো ২০ জন জেলেকে ৫ টাকা লাখ টাকা মূল্যের ২০টি বকনা বাছুর প্রদান করা হয়েছিল। দুটি ধাপে পর্যায়ক্রমে মোট ১০ লাখ টাকা মূল্যের ৪০ জন জেলের মাঝে ৪০টি বকনা বাছুর প্রদান করা হয়।