নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ বাংলাদেশে আওয়ামী লীগ ও বিএনপি গত ৩২ বছর ধরে পালা ক্রমে দেশ শাসন করেছে। এই ক্ষমতা থাকা কালীন সময়ে দেশে লুটপাট, দলীয়করন, টাকা পাচার, দুর্নিতি, ব্যাংক লুট, ঋন খেলাপিদের প্রশ্রয় দেওয়া, অবৈধ ঠিকাদারি এবং সব সরকারী প্রতিষ্ঠানকে দলীয় করন করা হয়েছে বলে মন্তব্য করেন জাতীয় পার্টির মহাসচিব বীর মুক্তি যোদ্ধা মোও মুজিবুল হক চুন্নু।
শনিবার বিকাল তিনটায় রাজবাড়ী জেলা জাতীয় পার্টির আয়োজনে রাজবাড়ী পৌরসভা মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জেলা জাতীয় পার্টির সভাপতি এ্যাডভোকেট খন্দকার হাবিবুর রহমান বাচ্চুর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাজমা আক্তার, লিয়াকত হোসেন খোকা, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেস্টা এ্যাডভোকেট নুরল ইসলাম তালুকদার, কেন্দ্রিয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক মোকছেদুর রহমান মমিন প্রমুখ।