নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ীঃ রাজবাড়ীতে স্বেচ্ছাসেবক লীগের সদর উপজেলা ও পৌর কমিটি ঘোষনায় আনন্দ র্যালী করেছে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও পৌর স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মিরা।
শনিবার বিকেলে জেলা আওয়ামীলীগ কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ র্যারী বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক ও বাজার এলাকা প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।পরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বক্তারা।
এ সময় অনুষ্ঠানে সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান সরদারের সভাপতিত্বে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজ, সাধারণ সম্পাদক আনিসুর রহমান আনিস, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ইমরান সরদার, সাধারণ সম্পাদক রুহুল আমিন, পৌর সভাপতি শামীম আহমেদ ও সাধারণ সম্পাদক জাকির হোসেন কাঞ্চন।
সদর উপজেলার সাবেক সভাপতি নজরুল ইসলাম রুবেল, পৌর সাবেক সভাপতি ইফতি হক সৌরভ প্রমুখ। এসময় উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের স্বেচ্ছাসেব কলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।