মইন মৃধা, গোয়ালন্দঃ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার নবনির্বাচিত দুই ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যরা শপথ নিয়েছেন। গোয়ালন্দ উপজেলা পরিষদ মিলনায়তনে বুধবার এই শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান গোয়ালন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান।
গোয়ালন্দ উপজেলা প্রশাসনের উদ্যোগে বুধবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে শপথ অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুজ্জান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন প্রমুখ।
২টি ইউপির ১৮জন সাধারণ সদস্য ও ৬জন সংরক্ষিত নারী সদস্যসহ মোট ২৪ জন ইউপি সদস্যদের শপথ বাক্য পাঠ করান উপজেলা নির্বাহী কর্মকর্তা।
উল্লেখ্য, তৃতীয় ধাপে গত ১১ নভেম্বর অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে উজানচর ইউনিয়ন পরিষদে গোলজার হোসেন মৃধা এবং ছোট ভাকলা ইউনিয়ন পরিষদে মোঃ আমজাদ হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন।