মইন মৃধা, গোয়ালন্দঃ তৃতীয় ধাপে অনুষ্ঠিত রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দুই ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যানদের শপথগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। শপথবাক্য পাঠ করান রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম। শপথ নেয়ার পরে নবনির্বাচিত জনপ্রতিনিধিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান জেলা প্রশাসক।
এ সময় শপথ নেন আওয়ামী লীগ থেকে মনোনীত, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি, উজানচর ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. গোলজার হোসেন মৃধা এবং ছোটভাকলা ইউনিয়ন পরিষদ থেকে নির্বাচিত চেয়ারম্যান মো. আমজাদ হোসেন।
শপথ গ্রহণ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. মাহাবুর রহমান, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. শহিদুল ইসলাম খাঁন, সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, যুগ্ন-সাধারন সম্পাদক মোহাম্মদ আলী মোল্লা, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, পৌরসভার প্যানেল মেয়র নাসির উদ্দিন রনি প্রমুখ উপস্থিত ছিলেন।