ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর-২০২১ পর্যন্ত পরিবার কল্যান সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে আজ মঙ্গলবার রাজবাড়ীর গোয়ালন্দে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোয়ালন্দ উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মিলনায়তনে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান।
“পরিবার পরিকল্পনা, মা ও শিশু স্বাস্থ্যসেবা গ্রহণ করি, বাল্যবিয়ে এবং অনাকাঙ্খিত গর্ভধারণ রোধ করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মতবিনিময় মূল বক্তব্য উপস্থাপন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসিফ মাহমুদ, উজানচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন ফকীর ও দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুল ইসলাম।
আগামী ১৮ থেকে ২৩ ডিসেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে সরকারের মাতৃমৃত্যুহার শূন্যের কোঠায় নামিয়ে আনার বিষয় গুরুত্বারোপ করে সবাইকে একসঙ্গে কাজ করার কথা জানানো হয়। এক্ষেত্রে সপ্তাহ ব্যাপী মাঠকর্মীদের মাধ্যমে বেশি বেশি করে তৃণমূল পর্যায়ে গর্ভধারণকৃত মা ও প্রসকালীন সময়ের সমস্যা ও সমাধান নিয়ে আলোচনার কথা জানানো হয়। বিশেষ করে উপজেলার চরাঞ্চলে যাতে কোন ঘরে গর্ভধারণকৃত নারীরা বাড়িতে বাচ্চা জন্মদান না করেন। এ ধরনের মহিলাদের প্রসকালিন সময়ে দ্রুত কাছের স্বাস্থ্য কেন্দ্র অথবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসার জন্য প্রয়োজনীয় উৎসাহ প্রদান ও তাগিদ দেয়ার কথা বলা হয়।