• ঢাকা
  • শুক্রবার, ১৫ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০শে কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯ ডিসেম্বর, ২০২১
সর্বশেষ আপডেট : ৯ ডিসেম্বর, ২০২১

গোয়ালন্দে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত

অনলাইন ডেস্ক

ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ “আপনার অধিকার, আপনার দায়িত্ব, দূর্ণীতিকে না বলুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাজবাড়ীর গোয়ালন্দে আন্তর্জাতিক দূর্ণীতি বিরোধী দিবস পালিত হয়। দিবসটি উপলক্ষে সকালে জাতীয় ও দুর্নীতি দমন কমিশনের পতাকা উত্তোলন করা হয়।

উপজেলা পরিষদের সামনে পতাকা উত্তোলন শেষে উপজেলা পরিষদের সামনে মানববন্ধন কর্মসূচি পালিত হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে, দুর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্য, প্রথম আলো প্রতিনিধি রাশেদ রায়হান এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অনুষ্ঠানের প্রধান অতিথি গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. মোস্তফা মুন্সী। অন্যান্যের মধ্যে গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম, গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম সফি, গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি এম রাশেদুল হক রায়হান প্রমূখ।

এ সময় উপজেলা পর্যায়ে সরকারি- বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বেসরকারী ও স্বেচ্ছাসেবী সংগঠন ও সংস্থার প্রতিনিধিগন এবং উপজেলা দূর্ণীতি প্রতিরোধ কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

  • আজকের রাজবাড়ী এর আরও খবর