ইমরান হোসেন, রাজবাড়ীঃ রাজবাড়ীতে চতুর্থ ধাপে সদর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, সাধারন সদস্য ও সংরক্ষিত সাধারন সদস্য প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ হয়েছে। আগামী ২৬ ডিসেম্বর সদর উপজেলার ১৪টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।
মঙ্গলবার (৭ ডিসেম্বর) সকাল থেকে বিকাল ৪টা পর্যন্ত প্রতিক বরাদ্দ দেওয়া হয় প্রার্থীদের মাঝে। এ ইউনিয়ন গুলোতে আওয়ামী লীগের মনোনয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১ জন সহ ১৪ জন নৌকা প্রতিকের প্রার্থী, আওয়ামী লীগের বিদ্রোহী ও স্বতন্ত্র ৩৬ জন প্রার্থী, ইসলামী আন্দোলনের ২ জন, জাতীয় পার্টির ১ জন ও ওয়ার্কাস পার্টির মনোনিত চেয়ারম্যান প্রার্থী সহ মোট ৫৪ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। সাধারন সদস্য পদে ৪৩৩ জন ও সংরক্ষিত মহিলা আসনে ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় অংশ গ্রহন করছেন। প্রার্থীরা মঙ্গলবার স্ব স্ব মনোনয়ন পত্র জমা কেন্দ্রে উপস্থিত হয়ে প্রতিক গ্রহন করেন।
১৪টি ইউনিয়নে ১৩ জন আওয়ামী লীগের নৌকা প্রতিক নিয়ে নির্বাচনে অংশ নেন। বানিবহ ইউনিয়নে নৌকা প্রতিকের চেয়ারম্যান প্রার্থী ব্যাতিত আর কোন চেয়ারম্যান প্রার্থী না থাকায় সেখানে ইতোমধ্যে এই প্রার্থীকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী ঘোষনা সময় মাত্র। প্রতিক বরাদ্দের পর থেকে প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যেতে আর কোন বাঁধা নেই। ইতোমধ্যে স্ব স্ব স্থানে প্রার্থীরা তাদের প্রচার চালিয়ে যাচ্ছেন জোড়ে সোড়ে। প্রতিক নিতে আসা প্রার্থীদের মাঝে উৎসবের আমেজ দেখা গেছে।
রাজবাড়ী জেলা নির্বাচন কর্মকর্তা মাসুদুর রহমান বলেন, সদর উপজেলার ১৪টি ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ২,৩৬,৭৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২০,২৩৬ এবং মহিলা ভোটার ১,১৬,৫২৭ জন। মোট চেয়ারম্যান প্রার্থী ৫৪ জন। সাধারন সদস্য প্রার্থী ৪৩৩ ও সংরক্ষিত মহিলা প্রার্থী ১৫৭ জন। জেলা সদরের এ ইউনিয়ন গুলো আগামী ২৬ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারনায় আচরনবিধি মানতে অনুরোধ করা হয়েছে। আচরন বিধি লঙ্ঘন করা হলে তাৎক্ষনিক প্রার্থীদের বিরুদ্ধে ব্যাবস্থ নেওয়ার কথা জানান তিনি।