Rajbarimail.com
ঢাকা, শনিবার , ২১ ডিসেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়
  3. আজকের রাজবাড়ী
  4. রাজনীতি

রাজবাড়ীর সদর উপজেলার ১৪ ইউপির চেয়ারম্যান প্রার্থী ৬২জন সহ মোট প্রার্থী ৫৬৯ জন

রাজবাড়ী মেইল ডেস্ক
২৭ নভেম্বর ২০২১, ৭:৫৮ অপরাহ্ণ

Link Copied!

ইমরান হোসেন, রাজবাড়ীঃ চতুর্থ ধাপে আগামী ২৬ ডিসেম্বর রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন। নির্বাচনে গত বৃহস্পতিবার ছিলো মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। এদিন সদর উপজেলার ১৪টি ইউনিয়নের মোট চেয়ারম্যান প্রার্থী ৬২ জন, সাধারণ সদস্য ৪৪৯ জন এবং সংরক্ষিত মহিলা সদস্য প্রার্থী ১৫৮ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রাজবাড়ী সদর উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার জানান, সদর উপজেলার বাণিবহ ইউনিয়নের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে শেফালী আক্তার মনোনয়ন জমা দিয়েছেন। এতে বিনা ভোটে তাঁর বিজয়ী হবার সম্ভাবনা বেশি। ওই মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের পর মনোননিত হওয়া এবং মনোনয়পত্র প্রত্যাহারের সময় শেষ হবার পর চুড়ান্ত ভাবে বিজয়ী বলা সম্ভব হবে।

জানাগেছে, সদর উপজেলার আলীপুর ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, আবু বক্কার সিদ্দিক, মোঃ আব্দুল হক, মুহাম্মদ বজলুর রশিদ মিয়া ও বর্তমান চেয়ারম্যান শওকত হাসান।

মিজানপুরে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান আতিয়ার রহমান, কবির উদ্দিন সিকদার ও নৌকা প্রার্থী টুকু মিজি।

শহীদ ওহাবপুরে জমা দিয়েছেন ৮ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান এএকএম শফিউদ্দিন কাশেম, বর্তমান চেয়ারম্যান মোঃ তোরাপ আলী, মোঃ সজিব ফকির, মোঃ আবু জাফর, মোঃ নাজমুল হাসান, নাজমা বেগম, সাবেক চেয়ারম্যান ও নৌকা প্রার্থী নুর মোহাম্মদ ভুইয়া ও মোঃ শাহিন খান।

খানখানাপুরে জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, হোসেন মোহাম্মদ সোহান, মোঃ আমজাদ হোসেন, সাবেক চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন, আতিক আল আলম ও নৌকা প্রার্থী মোঃ আমির আলী মোল্লা।

মূলঘরে জমা দিয়েছেন ৪জন, তারা হলেন, এসএ হিরু, মোঃ আকতার হোসেন হিরু, বর্তমান চেয়ারম্যান মোঃ আঃ মান্নান মুসুল্লী ও সাবেক চেয়ারম্যান নৌকা প্রার্থী ওহিদুজ্জামান।

পাঁচুরিয়ায় জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, আলাল খান, সাবেক চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান রতন, আনোয়ার হোসেন মিয়া ও বর্তমান চেয়ারম্যান ও নৌকা প্রার্থী কাজী আলমগীর।

বরাটে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, কাজী শামসুদ্দিন, ওয়াকার্স পার্টির প্রার্থী মোঃ মনিরুজ্জামান সালাম ও নৌকা প্রার্থী মোঃ ফরিদ হোসেন। দাদশীতে জমা দিয়েছেন ৫ জন, তারা হলেন, মোঃ দেলোয়ার হোসেন শেখ, বর্তমান চেয়ারম্যান মোঃ লোকমান হোসেন, মোঃ নুরুন্নবী শেখ, মোঃ লুৎফর রহমান বাচ্চু ও নৌকা প্রার্থী মোঃ রমজান আলী।

বসন্তপুরে জমা দিয়েছেন ৬ জন, তারা হলেন, মুহাম্মদ হাসান কাজল, বর্তমান চেয়ারম্যান মির্জা বদিউজ্জামান, মোঃ আব্দুল আলিম সিকদার, সাবেক চেয়ারম্যান মোঃ জাকির হোসেন সিকদার, নৌকা প্রার্থী মোঃ আব্দুল মান্নান মিয়া ও কাজী মাইনুল হক।

সুলতানপুরে জমা দিয়েছেন ৬ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান মোঃ জালাল উদ্দিন মোল্লা, মোঃ খালিদ হোসেন মুন্সি, সাবেক চেয়ারম্যান আনিসুর রহমান আঞ্জুর ছেলে মোঃ আসিকুর রহমান সচিব, বর্তমান চেয়ারম্যান মোঃ আব্দুর রাজ্জাক মিয়া, নৌকার প্রার্থী মোঃ লুৎফর রহমান চুন্নু ও মেহেদী জুনায়েদ বোগদাদ।

খানগঞ্জে জমা দিয়েছেন ৫ জন, তারা হলেন, বর্তমান চেয়ারম্যান মোঃ আতাহার হোসেন তকদির, মোঃ আনোয়ার হোসেন, খোন্দকার আতাউর রহমান, সাবেক চেয়ারম্যান খন্দকার গোলাম কিবরিয়া, নৌকার প্রার্থী মোহাম্মদ শরিফুল ইসলাম।

রামকান্তপুরে জমা দিয়েছেন ৪ জন, তারা হলেন, মিনা বেগম, রাজিব মোল্লা, সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম মোল্লা ও নৌকা প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোঃ আবুল হাসেম বিশ্বাস।

চন্দনীতে জমা দিয়েছেন ৩ জন, তারা হলেন, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক সিকদার, মোহাম্মদ শাহাদ্ৎ হোসেন মন্ডল ও নৌকা প্রার্থী মোঃ আব্দুর রব।

আগামী ২৯ নভেম্বর যাচাই বাছাইয়ের পর, ৭ ডিসেম্বর তারিখে প্রতিক বরাদ্দ এবং ২৬ ডিসেম্বর এ ১৪টি ইউনিয়নে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু, অবাধ ও গ্রহন যোগ্য করতে সব ধরনের ব্যাবস্থা নেওয়া হয়েছে।

মন্তব্য করুন
আরও পড়ুন

রাজবাড়ীতে যোগদান করেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল গনির বাসায় নবাগত জেলা প্রশাসক

রাজবাড়ীতে ১৭ বছর পর প্রকাশ্যে জামায়াতের বিজয় দিবস পালন

রাজবাড়ীতে বৈদেশিক মুদ্রা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

গোয়ালন্দে মাদক বিরোধী ব‍্যাডমিন্টন টুর্নামেন্ট উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

গোয়ালন্দে ভিন্নভাবে বিজয় দিবস উদযাপন করল সানসাইন কলেজিয়েট স্কুল

রাজবাড়ীতে গাঁজাসহ ‍যুবক গ্রেপ্তার

ফরিদপুরে হাজেরা বিবি পৌষ মেলা ১৭ ডিসেম্বর থেকে শুরু

রাজবাড়ীতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা সহ নানা আয়োজনে মহান বিজয় দিবস পালিত

শেখ হাসিনার পরিবার দূর্নীতিগ্রস্থ, কোনদিন ক্ষমতায় আসতে পারবে নাঃ আসাদুজ্জামান রিপন

ফরিদপুরে বিআরডিবি কর্মচারী ইউনিয়নের কর্মী সমাবেশ

ক্ষমতায় গেলে ইউনিয়ন পর্যায়ে কৃষকদের জন্য শস্যক্রয় কেন্দ্র খোলা হবে -রাজবাড়ীতে শহীদুল ইসলাম

স্কুলের ব্যবহারিক পরীক্ষা উপলক্ষে ২৫০ দুস্হ্য মানুষকে খাবার খাওয়ালো শিক্ষার্থীরা

গোয়ালন্দের উজানচর ইউনিয়ন পরিষদ পরিদর্শনে ইউএনডিপির প্রতিনিধি