ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালী উপজেলার মাজবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থীরা তাদের প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন জোরে সোড়ে। সকাল থেকে রাত পর্যন্ত ইউনিয়নের আনাচে কানাচে ভোট চাচ্ছেন, করছেন মিছিল।
এরই অংশ হিসেবে গত সোমবার (১৬ নভেম্বর) বিকালে মাজবাড়ি ইউনিয়নের নৌকা প্রতিকের প্রার্থী কাজী শরিফুল ইসলামের পক্ষে নৌকার বিশাল একটি মিছিল বের করেন কালুখালী উপজেলার সাবেক চেয়ারম্যান কাজী সাইফুল ইসলাম। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের নেতা কর্মিদের নিয়ে ইউনিয়নের বেতবাড়িয়া থেকে মিছিলটি বের করে চর কুল্টিয়া গীয়ে শেষ হয়। কাজী সাইফুল ইসলামের মিছিলে পাঁচ শতাধিক মানুষ অংশ গ্রহন করে নৌকা প্রতিক নিয়ে স্লোগান দেয়। এসময় সাধারন মানুষের স্বঃফূর্ত অংশ গ্রহন দেখা যায়।
মিছিলে ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সেক্রেটারি মোকছেদ আলী, যুগ্ম-সাধারণ সম্পাদক আলী আশরাফ সহ অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি ও অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বেতবাড়িয়া, হাড়িভাঙ্গা, দয়রামপুর, কুষ্টিয়াডাঙ্গি সহ বিভিন্ন স্থানে পৃথক মিছিল করেন নৌকার পক্ষে নেতা কর্মিরা। এ ইউনিয়নে মোট ভোটার ১৬ হাজারের কিছু বেশি। এবং চেয়ারম্যান প্রার্থী মোট ৪ জন।