ষ্টাফ রিপোর্টার, গোয়ালন্দঃ রাজবাড়ীর দৌলতদিয়ায় বাল্য বিয়ের কুফল, প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতার উপর ওরিয়েন্টশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ অক্টোবর) বেলা ১১ টায় দৌলতদিয়া কেকেএস হলরুমে এ ওরিয়েন্টশন অনুষ্ঠিত হয়।
স্হানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এর প্রদীপ প্রকল্প এর আয়োজন করে। আন্তর্জাতিক সেবা সংস্হা সেভ দ্য চিলড্রেন এতে সহযোগিতা করে। কর্মশালার উদ্বোধন করেন কেকেএস এর নির্বাহী পরিচালক ও রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার।
প্রদীপ প্রকল্পের প্রকল্প কর্মকর্তা রুমা খাতুনের সঞ্চালনায় কর্মশালায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার আসিফ মাহমুদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন, সেভ দ্য চিলড্রেন এর ম্যানেজার (শিক্ষা) সাইফুল ইসলাম খান, সহকারী ম্যানেজার ফিরোজা খাতুন, কেকেএস পিআইসি কর্মকর্তা আমজাদ হোসেন প্রমুখ।
কর্মশালায় প্রদীপ প্রকল্পভুক্ত ১৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও প্রতি বিদ্যালয় হতে ২ জন করে শিক্ষার্থী অংশ নেন।
বক্তারা বাল্য বিয়ের কুফল, প্রজনন স্বাস্থ্য ও জীবন দক্ষতার উপর বিশদ আলোচনা করেন। কন্যা শিশুর বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দেয়া যাবে না। প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বলেন, নারী-পুরুষ সবার প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে হবে।