ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ ‘হিন্দু সম্প্রদায়ের মন্দির বসতঘরে হামলার প্রতিবাদে রাজবাড়ীতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার উদ্যোগে স্থানীয় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি চত্ত্বরে ঘন্টাব্যাপী এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ স্বতস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। এসময় বক্তারা বলেন, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠি রংপুর, কুমিল্লা, নোয়াখালীসহ দেশের বিভিন্ন স্থানে পূজামন্ডপ, মন্দির ও বসতঘরে হামলা করেছে, এরা দুর্বৃত্ত। বর্বরোচিত এ ধরনের হামলার প্রতিবাদ জানিয়ে বক্তারা এদের সম্মিলিতভাবে প্রতিরোধ করার আহ্বান জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোট রাজবাড়ী জেলা শাখার সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার, সাবেক শিক্ষা কর্মকর্তা সৈয়দ সিদ্দিকুর রহমান, ওয়ার্কাস পাটির রাজবাড়ী শাখার সভাপতি জ্যোতি শংকর ঝন্টু, বাংলাদেশ কমিউনিস্ট পাটি রাজবাড়ী শাখার সাবেক সভাপতি আবুল কালাম, এ্যাডভোকেট দেবাহতি চক্রবর্তী, লুৎফর রহমান লাবু, মনিরুল হক মনির প্রমূখ।