ষ্টাফ রিপোর্টার, রাজবাড়ীঃ নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজবাড়ীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে। সোমবার সকালে রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে অফিসার্স ক্লাবের সামনে পূষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, কেক কাটা ও পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে দিনটি পালন করা হয়।
রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগমের সভাপতিত্বে জন্মদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী। এছাড়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান, জেলা পরিষদের চেয়ারম্যান ফকির আব্দুল জব্বার প্রমূখ।